কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০৬:৫৫ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ী সিন্ডিকেটে চড়া মরিচসহ নিত্যপণ্যের বাজার

রাজধানীর বাজারে সব পণ্যের দাম বেড়েছে। ছবি : কালবেলা
রাজধানীর বাজারে সব পণ্যের দাম বেড়েছে। ছবি : কালবেলা

রাজধানীর বাজারে কাঁচামরিচের দাম নিয়ে চলছে যত কারসাজি। কয়েকদিনের ব্যবধানে হঠাৎ কেজিতে সর্বোচ্চ ১১০ টাকা বেড়েছিল। তাতে প্রতি কেজির দর পৌঁছেছিল ৪০০ টাকার কাছাকাছি। গত এক সপ্তাহে দুশ থেকে তিনশ আশি টাকা ছাড়িয়েছে কাঁচামরিচের দাম। কাঁচামরিচের দাম একলাফে দ্বিগুণ বাড়ার কারণে কোরবানির পর সরকার সিদ্ধান্ত নেয় ভারত থেকে কাঁচামরিচ আমদানির। আর এই খবরে কিছুটা দাম কমেছিল গত বৃহস্পতিবার (২০ জুন)।

কিন্তু শুক্রবার (২১ জুন) আবার তা বেড়ে চারশ টাকার কাছাকাছি দাঁড়ায়। গতকাল হিলি বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তার প্রভাবে রাজধানীতে আবারও কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম।

শনিবার (২২ জুন) রাজধানীর বিভিন্ন বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে মান ভেদে ২৬০-২৮০ টাকা। দুই-একদিনের ব্যবধানে দ্রুত দাম বাড়ায় ও কমায় চোখ কপালে উঠছে ক্রেতা-খুচরা ব্যবসায়ীদের। ক্রেতা ও খুচরা ব্যবসায়ীরা দুষছেন পাইকারি ব্যবসায়ী সিন্ডিকেটকে।

শ্যামবাজার ও কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, কাঁচামরিচের মৌসুম প্রায় শেষ। অন্যদিকে ঈদের বন্ধের কারণে ভারত থেকে আট দিন মরিচ আসেনি। তা ছাড়া ঈদের ছুটির কারণে ট্রাক ভাড়া বেড়েছে। এ জন্য কাঁচামরিচের সরবরাহ কমায় দাম বাড়ছে। তবে ভারত থেকে কাঁচামরিচ এলে দাম আরও কমবে।

শনিবার (২২ জুন) রাজধানীর কারওয়ানবাজার, শ্যামবাজার, রায়সাহেববাজার, নয়াবাজার, হাতিরপুল ও নিউমার্কেট কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজারে দেশি ছোট জাতের কাঁচামরিচ বিক্রি হয়েছে ২৬০ থেকে ২৮০ টাকা কেজি দরে। এ ছাড়া হাইব্রিড জাতের বড় আকারের মরিচ বিক্রি হয়েছে ২৭০ থেকে ২৮০ টাকায়।

তবে ডিমের দাম নতুন করে না বাড়লেও আগের সেই দরে ডজন ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

রায়সাহেববাজারের কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী হানিফ মিয়া বলেন, কোরবানি ঈদের আগে ২৯০-৩০০ টাকার মতো কেজি ছিল কাঁচামরিচের। এখন পাইকারি কিনতেই প্রতি কেজিতে খরচ পড়ে ২৪০-২৫০ টাকার মতো। পরিবহনসহ অন্যান্য খরচ তো আছেই। সব হিসাব করলে ২৬০-২৮০ টাকার কমে বিক্রি করা যায় না। শুক্রবার তো ৩৮০ টাকা কেজি বিক্রি করছি। ওইদিন কিনেছি ৩৪০-৩৫০ টাকা কেজিতে।

নিউমার্কেটের ব্যবসায়ী কামাল শেখ বলেন, অনেক কৃষকের ক্ষেতের মরিচ শেষ হয়ে গেছে। নতুন করে লাগানো গাছে এখনও মরিচ আসা শুরু হয়নি। ঈদের কারণে পরিবহন খরচ বেড়েছে। এতে ঢাকায় মরিচ সরবরাহ কমেছে। তা ছাড়া ঈদের ছুটির কারণে ভারত থেকে কয়েকদিন মরিচ আসেনি। এটাও দাম বাড়ার একটা অন্যতম কারণ।

এছাড়া ঈদের আগে পাইকারি ৭৫-৮০ টাকা কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে। কিন্তু আজ পাইকারিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকা। এছাড়া খুচরা বাজারে দেশি পেঁয়াজ কেজিতে ৫ টাকা বেড়ে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। যেখানে গত সপ্তাহেও ৮৫ টাকা দরে বিক্রি হয়েছে পেঁয়াজ।

বিভিন্ন জাতের এবং আমদানি করা রসুন ২২০ থেকে ২৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আদার কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৭০ টাকায়।

এদিকে, আলুর কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়, যা গত এক-দুই সপ্তাহে অনেক জায়গায় ৫০-৫৫ টাকায় বিক্রি হয়েছে। স্থানভেদে পাকা টমেটোর কেজি ৭০-৮০ টাকা, পেঁপে ৫০-৬০ টাকা, জাত ও মানভেদে বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৬০-৭০ টাকা, ঢেঁড়স ৪০-৫০ টাকা, বরবটি ৭০-৮০ টাকা ও পটল ৪০-৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

চিচিঙ্গা ৬০-৭০ টাকা, ঝিঙা ৬০-৭০ টাকা, কচুর লতি ৭০-৮০ টাকা, কচুরমুখী মানভেদে ৮০-১০০ টাকা, গাজর ৮০ টাকা, শসা ৫০-৬০ টাকা ও কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা।

নয়াবাজারে বাজার করতে আসা ইরফান খান বলেন, বাজারের সব কিছুর দাম বেশি। তবে মরিচের দাম এক সপ্তাহ ধরে যেভাবে বাড়ছে কমছে তাতে করে এর পিছনে যে সিন্ডিকেট আছে তা আমরা সাধারণ জনগণ বুঝে গেছি কিন্তু সরকারের বাজার নিয়ন্ত্রণ সংস্থাগুলো বুঝছে না বলে আজ অসাধু ব্যবসায়ীরা আমাদের এভাবে বোকা বানাচ্ছে।

মাছের বাজারে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। পাঙ্গাস বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকা কেজি। আকার ও মানভেদে অনেকটা একই দামে বিক্রি হচ্ছে তেলাপিয়া। চাষের কই ২৮০-৩০০ টাকার নিচে মিলছে না। আকার ও মানভেদে রুই-কাতলার দাম হাঁকানো হচ্ছে ৩৫০ থেকে ৬০০ টাকা কেজি। আকারভেদে শিং মাছ ও বাইলা মাছ প্রতি কেজি ৬০০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া পোয়া মাছ ৩৫০ থেকে ৪০০, পাবদা মাছ ৩৫০ থেকে ৫০০, মলা মাছ ৫০০, কাচকি মাছ ৬০০, বাতাসি টেংরা ৯০০, অন্য জাতের টেংরা মাছ ৬০০ থেকে ৭০০, পাঁচ মিশালি মাছ ৪০০-৫০০, বাইম মাছ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা ও রুপচাঁদার কেজি ১ হাজারে বিক্রি হতে দেখা গেছে।

মাংসের বাজার গিয়ে দেখা গেছে, মুরগির দাম বেড়েছে। কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকা, দেশি মুরগি ৭০০-৭৩০ টাকা, সাদা লেয়ার ২৯০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩৫০-৩৬০ টাকায়। আর প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকায়।

এছাড়া, বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০-৮৫০ টাকায়। গরুর মাংসের কেজি ৭৮০-৮০০ টাকা। ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি স্থানভেদে ১৯০-২১০ টাকা। এছাড়া সোনালি ও লেয়ার জাতের মুরগির কেজি স্থানভেদে ৩২০ থেকে ৩৬০ টাকা। খাসির মাংস আগের মতোই ১হাজার ১০০ থেকে ১হাজার ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রেতাদের পছন্দের শীর্ষে নিওর আল্ট্রা হাইড্রেটিং ময়েশ্চারাইজার এসপিএফ ৪০ পিএ ++++

আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

বগুড়ায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আবারও হত্যা মামলা

আশাশুনির মেধাবী শিক্ষার্থী রাজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নতুন সিনেমায় বুবলী, প্রযোজক আওয়ামী লীগ নেতা

ঝুট ব্যবসার দ্বন্দ্বে শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে : শ্রম সচিব

মোরেলগঞ্জে বিচার চেয়ে মানববন্ধনে প্রতিপক্ষের হামলা

পট-পরিবর্তনের সুযোগে খ্রিস্টান কো-অপারেটিভ ও কালব দখলের ষড়যন্ত্রের অভিযোগ

হঠাৎ সোহানা সাবার রহস্যজনক স্ট্যাটাস 

কতিপয় রাজনৈতিক দল আ.লীগের পথেই হাঁটছে : জিএম কাদের

১০

কথা রাখলেন মিরাজ

১১

বন্যায় বিপর্যস্ত কুমিল্লা, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ

১২

আ.লীগ রাতে কালনাগিনী, দিনের বেলায় ওঝা : মামুনুল হক

১৩

যুক্তরাষ্ট্রে ১২০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ের হানা

১৪

খাগড়াছড়িতে শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৫

কোনো বাসকে বিশেষ সুবিধা দিতে চাই না : ডিএসসিসি প্রশাসক

১৬

তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত পাবনাবাসী

১৭

সারেতে বল হাতে দুর্দান্ত সাকিব 

১৮

আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরির সুযোগ

১৯

চালের বাজারে চালবাজি / সিন্ডিকেট নিয়ন্ত্রণে করপোরেট প্রতিষ্ঠান

২০
X