রাজধানীর সায়েন্সল্যাবে কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলছে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে। তবে ইতোমধ্যে ছাত্রলীগকে হটিয়ে সায়েন্সল্যাব মোড় দখলে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সায়েন্সল্যাব মোড় দখলে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম মো. আক্তারুল ইসলাম।
দেখা গেছে, কিছুক্ষণ পরপর ছাত্রলীগের কর্মীরা বাঁশ, কাঠ, লোহার রড, স্টিলের পাইপ নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া করছে। আবার শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া করছে। এ সময় দুপক্ষই একে অপরকে লাখ করে ইট-নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে আন্দোলনকারীদের ধাওয়ায় পিছু হটে ছাত্রলীগের কর্মীরা।
ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া খেয়ে ঢাকা কলেজ ক্যাম্পাস এবং এর পাশের গলিতে অবস্থান করছেন। সেখান থেকেই তারা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করছেন।
অন্যদিকে সিটি কলেজ থেকে নিউমার্কেট পর্যন্ত সড়ক দখলে নিয়ে সেখান থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় মিরপুর রোডের দুই পাশে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
এদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কোটা আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম আবু সাঈদ। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।
এ ছাড়া চলমান কোটা আন্দোলনে চট্টগ্রামে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে দুপক্ষের সংঘর্ষে নিহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এর মধ্যে একজন চট্টগ্রাম কলেজের ছাত্র একরাম। অন্যজন পথচারী। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (এসআই) নুরুল আলম কালবেলাকে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন