কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৩, ১১:৫৯ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৩, ১২:০৩ এএম
অনলাইন সংস্করণ

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত ঢাকায় পানির হাহাকার 

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

প্রচণ্ড গরমে দেশজুড়ে হাঁসফাঁস অবস্থা। সঙ্গে চলছে অসহনীয় লোডশেডিং। জনজীবনে যখন নাভিশ্বাস অবস্থা, সেই সময়ে পানির সরবরাহও নেই রাজধানীর বিভিন্ন এলাকায়। ত্রিমুখী সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ঢাকা ওয়াসার লাইনে পানি না থাকায় অনেকে রান্না, গোসলসহ গৃহস্থালির প্রয়োজনীয় কাজ সারতে পারছেন না। এতে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। পানির খোঁজে কেউ কেউ বালতি, কলস নিয়ে আশপাশের এলাকায় ছুটছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বাড্ডা এলাকায় চার দিন ধরে পানি নেই। বনশ্রী, ডিআইটি প্রজেক্ট ছাড়াও আদাবর, শেখেরটেক, মিরপুর, মগবাজার, রায়ের বাজার, মেহেদীবাগ, মোহাম্মদিয়া হাউজিং, মান্ডা, কুসুমবাগ এলাকার কিছু অংশে পানির সংকট দেখা দিয়েছে। মোহাম্মদপুর, ভাষানটেক, মাটিকাটা, উত্তরা, আফতাবনগর, ভাটারাসহ বেশকিছু এলাকায় মাঝে মধ্যে পানির সংকট দেখা দিচ্ছে।

বাড্ডার কুমিল্লা পাড়া এলাকার বাসিন্দা চাঁদ মিয়া বলেন, চার দিন ধরে পানি নেই। রাতে মাঝে মাঝে পানি আসে অল্প পরিমাণে, এতে চাহিদা পূরণ হয় না। সারা দিন ধরে পানির জন্য অপেক্ষা করতে হয়, ওয়াসার গাড়িতে ফোন দিলেও তারা ঠিকভাবে আসে না। একদিনে ৮-১০ বার করে লোডশেডিং হয়, গরমে খুব খারাপ অবস্থা। এর মধ্যে যদি পানি সরবরাহ না থাকে তাহলে এর চেয়ে বড় বিপদ আর হয় না।

একই এলাকার বাসিন্দা বেলাল হোসেন বলেন, আজ তিন দিন ধরে গোসল করতে পারি না। খাওয়ার পানি বাজার থেকে কিনে নিয়ে যেতে হচ্ছে। গরমে অসহ্য অবস্থা। এই সময় পানি না থাকলে জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়ছে। এত অসহ্য গরম কখনো অনুভূত হয়নি, সেই সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা, বলতে গেলে সারা দিন ধরেই চলছে লোডশেডিং। এর চেয়েও বড় দুঃখ পানি নেই বাসায় বাসায়। পানি ছাড়া গোসল, বাথরুম, রান্না কিছুই করা যাচ্ছে না। বনশ্রীর একটি বাসার মালিক শাহীন আহমেদ বলেন, পানি না থাকায় অসহনীয় কষ্টের মধ্যে আছি আমরা। ভাড়াটিয়ারা বারবার পানির জন্য তাগিদ দিচ্ছে। আমিও টাকার বিনিময়ে পানি সরবরাহ করার জন্য ওয়াসার গাড়িকে ফোন করছি। কিন্তু সংকটের কারণে তারাও পানি দিতে পারছে না। ফোন করলে সিরিয়ালও দিতে পারছে না তারা।

ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন বলেন, ঢাকায় পানির চাহিদার চেয়েও উৎপাদন সক্ষমতা বেশি। লোডশেডিংয়ের কারণে আমাদের পাম্পগুলো কাজ করতে পারছে না। পাঁচ দিন আগেও সব ঠিক ছিল। ঢাকার বিভিন্ন এলাকায় পানির সংকট রয়েছে। বিদ্যুতের ব্যবস্থা হলে সব সমাধান হয়ে যাবে। এখানে আমাদের কোনো দুর্বলতা বা সমস্যা নেই। অতিরিক্ত গরম আর পানির লেয়ারের কারণে সমস্যা সৃষ্টি হয়েছে। পানির প্রেশার ওঠে না। তিন-চার দিন ধরে এক ঘণ্টা পরপর যেভাবে লোডশেডিং শুরু হয়েছে, তাতে পাম্প চালানো কঠিন হয়ে পড়ছে।

ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, শীতকালে রাজধানীতে দৈনিক পানির চাহিদা থাকে ২১০ কোটি লিটার, কখনো কখনো ২৩০-২৪০ কোটি লিটারের। কিন্তু গরমকাল এলে এটি বেড়ে ২৬০ কোটি লিটারে গিয়ে দাঁড়ায়। বর্তমানে ঢাকা ওয়াসার প্রতিদিন প্রায় ২৯০ কোটি লিটার পানির উৎপাদনের সক্ষমতা আছে। কিন্তু চাহিদা অনুযায়ী প্রতিদিন এখন গড়ে ২৬০ কোটি লিটার পানি উৎপাদন করছে ঢাকা ওয়াসা। বর্তমানে ঢাকা ওয়াসার পানি শোধনাগার রয়েছে পাঁচটি। তবে সংস্থাটি পানি পাচ্ছে চারটি শোধনাগার থেকে। চলতি বছরে উপরিতলের পানির উৎপাদন ৭০ শতাংশে উন্নীত করার কথা থাকলেও সেই লক্ষ্য এখনো পূরণ করতে পারেনি ঢাকা ওয়াসা। বর্তমানে উপরিতলের পানি পাওয়া যাচ্ছে মাত্র ৩৫ শতাংশ। আর বাকি ৬৫ শতাংশ সরবরাহ করার পানি তারা পাচ্ছে ভূগর্ভস্থ থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের শারীরিক অবস্থা জানিয়ে জরুরি বার্তা

শুক্রবার ৮ বিভাগে জামায়াতের কর্মসূচি, কোন নেতার নেতৃত্ব কোথায়

আগামী নির্বাচন যেন হয় মনে রাখার মতো : কায়কোবাদ

দখলকৃত পূর্ব জেরুজালেমকে ঘিরে ফেলছে ইসরায়েল

কায়কোবাদকে দেখতে বাড়ির সামনে নেতাকর্মীদের ঢল

চাকসুতে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

সন্ত্রাসীদের হামলায় ৫ সাংবাদিক আহত

আমরা জোর করে ভোটে জিততে চাই না : আফরোজা আব্বাস

‘বিএনপি ক্ষমতায় এলে কোরআন-সুন্নাহ বিরোধী আইন পাস করবে না’

১০

গ্রামীণফোনের যে সেবা বন্ধ থাকবে ১৩ ঘণ্টা

১১

জনবল নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, পদ ৪৩০

১২

৩ বছর আগে বরখাস্ত হলেও পুরো বেতন পাচ্ছেন শিক্ষক

১৩

রোববার শুভ মহালয়া, ছুটি নিয়ে যা জানা গেল

১৪

জাপা নিষিদ্ধ করে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই : রাশেদ প্রধান 

১৫

দেওয়ানি ও ফৌজদারি আদালত পৃথক করে প্রজ্ঞাপন

১৬

ন্যাটোর হুমকির পর সামরিক পোশাকে যুদ্ধের ময়দানে পুতিন!

১৭

যে কারণে বইমেলার সময় পরিবর্তন

১৮

চালের বস্তায় হাসিনার নামে স্লোগান, বিরক্ত হয়ে ফিরে গেলেন ইউএনও 

১৯

পদ্মা সেতুর সার্ভিস এরিয়ায় রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনে চুক্তি সই 

২০
X