কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ১২:৪৩ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১২:৪৪ এএম
অনলাইন সংস্করণ

গ্রিল কেটে সাংবাদিকের বাসায় চুরি

জানালার গ্রিল কেটে বাসার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি। ছবি : কালবেলা
জানালার গ্রিল কেটে বাসার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি। ছবি : কালবেলা

রাজধানীর সূত্রাপুরে অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমের সিনিয়র করেসপন্ডেন্ট গৌতম চন্দ্র ঘোষের বাসার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসা থেকে প্রায় ২০ ভরি স্বর্ণ ও নগদ আড়াই লাখ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন সাংবাদিক গৌতম।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সূত্রাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের রুপলাল দাস লেনের একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। শুক্রবার সূত্রাপুর থানায় এ বিষয়ে অভিযোগ দিয়েছেন গৌতম চন্দ্র ঘোষ।

তিনি অভিযোগে বলেন, গত বুধবার বিকেল ৫টার দিকে আমার ২৩/সি রুপলাল দাস লেনস্থ ভাড়াবাসা (২য় তলার ফ্ল্যাট নং এ-২) তালা দিয়ে ঘরের সবাই পারিবারিক কারণে মুন্সিগঞ্জ যাই। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মুন্সিগঞ্জ থেকে ফিরে রাত ১০টায় আমার ফ্ল্যাটের মূল দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করি।

কিন্তু তিন রুমের ফ্ল্যাটের মধ্যে দুই রুমের দরজা খুলতে পারলেও অপর রুমের দরজার তালা ভেতর থেকে লক থাকার কারণে একাধিকবার চেষ্টা করেও সেখানে ঢুকতে পারিনি। পরে রাত প্রায় ১০টা ৪০ মিনিটে আমি আমার পাশের বিল্ডিংয়ের ভাড়াটিয়াদের মাধ্যমে জানতে পারি যে, আমার ওই রুমের জানালার গ্রিল কাটা। এরপর কাটা গ্রিল দিয়ে মহল্লার আমার পরিচিত এক লোকের সহযোগিতায় আমার ওই রুমের দরজাটি খুলতে পারি।

গৌতম চন্দ্র ঘোষ অভিযোগে আরও বলেন, রুমে প্রবেশ করার পর দেখতে পাই যে, আমার রুমে থাকা স্টিলের আলমারির তালা ভাঙা অবস্থায় পড়ে আছে।

আলমারির ভেতরে থাকা আমার মায়ের একজোড়া স্বর্ণের বালা-যার ওজন ২ ভরি, কানের টানাসহ একজোড়া স্বর্ণের দুল-যার ওজন ১ ভরি, স্বর্ণের ১টি বড় হার-যার ওজন ২ ভরি, ১টি স্বর্ণের লকেট-যার ওজন ৮ আনা, ১টি স্বর্ণের আংটি-যার ওজন ৬ আনা; আমার বড় ভাইয়ের স্ত্রীর এক জোড়া স্বর্ণের বালা-যার ওজন ২ ভরি, একজোড়া স্বর্ণের চূড়-যার ওজন ৩ ভরি, একটি স্বর্ণের কণ্ঠচিক-যার ওজন ২ ভরি, একজোড়া স্বর্ণের কানের দুল-যার ওজন ১০ আনা, একজোড়া স্বর্ণের কানের টানা-যার ওজন ১২ আনা, একটি স্বর্ণের আংটি-যার ওজন ৬ আনা, ১টি স্বর্ণের গলার চেইন-যার ওজন ১০ আনা, একজোড়া ছোট স্বর্ণের কানের দুল-যার ওজন ৪ আনা; আমার বড় ভাইয়ের স্বর্ণের ১টি হাতের ব্রেসলেট-যার ওজন ১ ভরি, ভাইয়ের হাতের ২টি স্বর্ণের আংটি-যার ওজন ১ ভরি; আমার স্ত্রীর গলার ২টি স্বর্ণের চেইন-যার ওজন ১.৮ ভরি, ২টি স্বর্ণের আংটি-যার ওজন ১২ আনা এবং অন্যান্য ভাঙারি স্বর্ণ-আনুমানিক যার ওজন ১ ভরি ১০ আনা; সর্বমোট প্রায় ২০ ভরি স্বর্ণ-যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৮ লাখ টাকা এবং আলমারির ভেতরে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা নেই।

তিনি বলেন, গত ১৩ নভেম্বর বিকেল ৫টা থেকে ১৪ নভেম্বর রাত ১০টার মধ্যে যে কোনো সময়ের মধ্যে কে বা কারা আমার ফ্ল্যাটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আমার স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে। আমি এ বিষয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় এসে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়।

এ বিষয়ে পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান সাংবাদিক গৌতম।

অভিযোগের বিষয়ে সূত্রাপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, গ্রিল কেটে চুরির ঘটনার অভিযোগটি আমরা গুরুত্বসহকারে দেখছি। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশনের ভয়ে হাসপাতাল থেকে লাফ দিলেন যুবক

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছেন যে ধনকুবের

রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

খুলনার রাজনীতির মাঠে সক্রিয় বিএনপি নেতা পারভেজ মল্লিক

সরকারি অফিসে হোয়াটসঅ্যাপ-পেনড্রাইভ নিষিদ্ধ করল জম্মু ও কাশ্মীর

মমতাজের পর এবার আদালতে জুতা খোয়ালেন তৌহিদ আফ্রিদি

ক্যাম্পাসে সহনশীল রাজনীতি চায় ছাত্রদল : আবিদুল

বগুড়ায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক আঞ্চলিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সব পাথর কোয়ারিগুলো ইকো ট্যুরিজম করার নির্দেশ

জকসু নির্বাচনের আগে বিচার চায় জবি ছাত্রদল

১০

প্রোডাক্ট বিভাগে ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছে শিক্ষা

১১

চীনের সহযোগিতা বাংলাদেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ইউজিসি চেয়ারম্যান

১২

ইলিশের উৎপাদন কমার কারণ জানালেন প্রাণিসম্পদ উপদেষ্টা

১৩

জকসু নির্বাচন ঘিরে ছাত্রশিবিরের ৫ দফা

১৪

ভারতে নির্মিত হচ্ছে ‘পরীমণি’, তবে কে এই পরী?

১৫

বক্তব্যের ভুল ধরতে ফজলুর রহমানের আহ্বান

১৬

মাত্র ১৪ হাজার টাকা আবেদন ফি-এ মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ

১৭

অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় আর নেই

১৮

খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে আফ্রিদির জামিন চাইলেন আইনজীবী

১৯

যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত

২০
X