কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০১:০৩ এএম
অনলাইন সংস্করণ

নির্বিঘ্নে সভা—সমাবেশ করার অধিকার চায় সনাতনী জাগরণ জোট

রাজধানীতে সংবাদ সম্মেলনে কথা বলেন জোটের প্রতিনিধিরা। ছবি : কালবেলা
রাজধানীতে সংবাদ সম্মেলনে কথা বলেন জোটের প্রতিনিধিরা। ছবি : কালবেলা

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কর্মসূচিকে ‘সম্পূর্ণ অরাজনৈতিক’ উল্লেখ করে দেশের বিভিন্ন স্থানে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সভা-সমাবেশ করার জন্য অন্তর্বর্তী সরকার, পুলিশ প্রশাসন ও নাগরিক কমিটির সহায়তা কামনা করেছে সংগঠনটি। জোটের প্রতিনিধিদের দাবি, তাদের কর্মসূচি কারও এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তাদের কর্মসূচি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে রাজধানীর রমনা কালি মন্দির ও শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রমে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তারা।

দেশের বিভিন্ন স্থানে সনাতনী জাগরণ জোটের কর্মসূচিতে বাধা প্রদান, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি এবং জোটের সমর্থকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি অ্যাডভোকেট সুমন কুমার রায় ও প্রসেনজিৎ কুমার হালদার।

তারা বলেন, ৩১ জানুয়ারি বিকেলে বরিশালের আগৈলঝাড়ার বাটারা বাজারে ‘বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল’র পূর্বঘোষিত কর্মসূচি ছিল সম্মিলিত সনাতনী জাগরণ জোটের। কিন্তু কর্মসূচি ঘোষণার প্রেক্ষিতে আগৈলঝাড়া থানা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের বাড়ি বাড়ি গিয়ে সনাতনী যুবক-ছেলেদের তল্লাশি, কর্মী-সমর্থকদের নাম-ঠিকানা সংগ্রহ এবং ৮ দফাভিত্তিক কোনো কর্মসূচি পালন না করতে বলা হয়। কোনো কর্মসূচি পালন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও হুমকি দেওয়া হয়।

তারা আরও বলেন, এ ছাড়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি আশিষ বাড়ইকে গ্রেপ্তারের জন্য গোপালগঞ্জের কোটালিপাড়া থানা পুলিশ তার গ্রামের বাড়িতে হানা দেয়। আশিষকে না পেয়ে তার বড় ভাইকে আটক করে, কিন্তু কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেয়। যাওয়ার সময় কোনো কর্মসূচি পালন না করতে হুমকি দিয়ে যায়। এমনকি আশিষ বাড়ইকে ১০ দিন বাড়িতে না আসতেও বলে যায়। সম্মিলিত সনাতনী জাগরণ জোট এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

জোটের প্রতিনিধিরা বলেন, দেশের একজন নাগরিক হিসেবে যেকোনো শান্তিপূর্ণ আন্দোলন ও সভা-সমাবেশ করা তার নাগরিক অধিকার। কিন্তু সে অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করার চেষ্টা চলছে। তারা সভা-সমাবেশ করার পূর্ণ অধিকার প্রদান, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ গ্রেপ্তারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি প্রদান এবং জোটের নেতা-কর্মী-সমর্থকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি সাজেন কৃষ্ণ বল, রাজ ঘোষ, শান্ত সাহা, প্রসোনজিৎ সাহা, তন্ময় মল্লিক, ডা. সৌরভ সরকার, ডেবিট পাল, দেব দত্ত, অভিমুন্নু মিত্র ও জয়চন্দ্র দাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে আটকে গেল বিএনপি প্রার্থী সান্টুর মনোনয়ন

ছাত্রলীগের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মাদুরোর ছবি প্রকাশ, জানা গেল সঠিক অবস্থান

নিরাপত্তা ও মুস্তাফিজ ইস্যুতে আইসিসিকে চিঠি দিতে যাচ্ছে বিসিবি

কারা হেফাজতে চিকিৎসাধীন আ.লীগ নেতার মৃত্যু

জুলাই যোদ্ধাদের ত্যাগে ভোটাধিকার ফিরেছে : মেজর হাফিজ

প্রথমবারের মতো মুখ খুললেন ভেনেজুয়েলার বিরোধী নেতা

ভেনেজুয়েলার ক্ষমতা যাবে কার হাতে?

মুস্তাফিজ–আইপিএল ইস্যুতে যা বলছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা

অভ্যুত্থান হয়েছিল দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য : জুনায়েদ সাকি

১০

এনসিপির ১ নেতাকে অব্যাহতি

১১

মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২

তারেক রহমানকে সমবেদনা জানালেন হিন্দু সম্প্রদায়ের নেতারা

১৩

চবিতে ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯১.৯৯ শতাংশ, এক অভিভাবকের মৃত্যু

১৪

দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার জন্যই গণভোট : উপদেষ্টা রিজওয়ানা

১৫

জাগপা ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার

১৬

ছুরিকাঘাতের পর গায়ে আগুন / শরীয়তপুরের সেই ব্যবসায়ী খোকন দাসের মৃত্যু

১৭

বৈষম্যবিরোধী নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও

১৮

মনোনয়ন বৈধ ঘোষণা সেই তৌফিকুরের

১৯

মার্কিন রণতরীতে মাদুরো, পেরিয়েছেন ক্যারিবীয় অঞ্চল

২০
X