রাজধানীর ভাষানটেক এলাকায় আবুলের (বিআরপি) বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) মধ্যরাতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দীন জুয়েল এ সহায়তা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ভাষানটেক থানা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব আহমেদ শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল আলম সুমনসহ অন্যরা।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ মার্চ) ঢাকার ভাষানটেক এলাকায় আবুলের (বিআরপি) বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা তালহা জুবায়ের জানিয়েছিলেন, বেলা ১১টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তারপর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
মন্তব্য করুন