কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্সের ইফতার আয়োজন ও মেধাবী সম্মাননা প্রদান

কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্সের ইফতার অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্সের ইফতার অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্সের উদ্যোগে বঙ্গোপসাগরের ঐতিহাসিক বাণিজ্যপথ ধরে বাংলাদেশে ইসলামের প্রসার নিয়ে আলোচনা, বিশেষ ইফতার ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) রাজধানীর ফার্মগেটের বায়তুশ শরফ ইসলামিক রিসার্চ সেন্টারে কক্সবাজারবাসীদের অংশগ্রহণে এই অনুষ্ঠানে ইসলামের সৌন্দর্য ও ইতিহাসের সঙ্গে সম্পৃক্ততা তুলে ধরা হয়।

শত শত বছর আগে আরব ও পারস্যের বণিক ও ধর্মপ্রচারকরা বঙ্গোপসাগরের পথ ধরে কক্সবাজার ও চট্টগ্রাম হয়ে বাংলাদেশে আসেন। তাদের মাধ্যমে এ অঞ্চলে ইসলামের প্রসার ঘটে, যা স্থানীয় সমাজে গভীর ইতিবাচক প্রভাব ফেলে। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে স্মরণ করে এবং ইসলামের শিক্ষা ও সৌন্দর্যকে তুলে ধরতেই এমন আয়োজন করা হয়।

আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর এহছানুল হক। তিনি বলেন, ‘বাংলাদেশে ইসলামের প্রসারে বঙ্গোপসাগরের বাণিজ্যপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ইসলামের প্রচার ও বিস্তারের ইতিহাস আমাদের স্মরণে রাখা উচিত।’

অনুষ্ঠানে আলোচনা করেন কবি ও সাহিত্যিক জয়নুল আবেদিন মুকুল এবং লেখক সাদাত উল্লাহ খান। সাদাত উল্লাহ খান তার বক্তব্যে সাগরপথে আরব বণিকদের ইসলাম প্রসারের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, "নবী-রাসুলরা যেভাবে বিভিন্ন ধর্মের অনুসারীদের সাথে সৌহার্দ্য ও সম্প্রীতি নিয়ে বাণিজ্যের পাশাপাশি ধর্মীয় রীতিনীতি প্রসার ঘটিয়েছেন, তা থেকে শিক্ষা নিয়ে ইসলামের বৈষম্যহীন অভীষ্টকে অঙ্কিত করার অনুরোধ জানাই।"

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএ ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারী কক্সবাজারের সন্তান রাইয়ান সাদ উল হককে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কক্সবাজারকে তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি ঢাকাস্থ কক্সবাজারবাসীদের সংযুক্ত রেখে সংলাপ, আলোচনা ও উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে কক্সবাজারের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করে।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের মুখ্য সংগঠক মোহিব্বুল মোক্তাদীর তানিম। এ ছাড়া সংগঠনের জ্যেষ্ঠ সংগঠক সৈয়দ আলম, সংগঠকদের পক্ষে হেদায়েত আজিজ মিঠু, মোহাম্মদ ইলিয়াছ, সাজেদুল আলম মুরাদ, ইশতিয়াক তাসবীর, খোবায়েব শাইখ, মোহাম্মদ ইমরান, শাহনেওয়াজ চৌধুরী, ইকরামুল হুদা, শহিদুল ইসলাম, তাজওয়ার কাশেম ও জাহিন ফারুক আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ঢাকাস্থ কক্সবাজারের বিভিন্ন পেশাজীবী ও ছাত্র প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

এই আয়োজন কক্সবাজারের ঐতিহ্য, ইসলামের প্রসার এবং মেধাবী তরুণদের স্বীকৃতির মাধ্যমে স্থানীয় সম্প্রদায়ের গর্ব ও ঐক্যকে আরও সুদৃঢ় করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ থেকে ছাত্রদলে একঝাঁক নেতাকর্মী

শ্রমিকের অধিকার ও মর্যাদা  নিশ্চিত করতে হবে: জমিয়ত উলামায়ে ইসলাম

১৭-তেই কিংবদন্তি হওয়ার পথে ইয়ামাল!

রাজধানীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি

এআইইউবিতে লেট’স টক উইথ দ্য ইইউ অ্যাম্বাসেডর অনুষ্ঠিত

চট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

রাবির রেজিস্ট্রারের বাড়িতে ককটেল বিস্ফোরণ

‘দেশ গড়ার আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে’

খুনির সমর্থকরা ‘সাংবাদিক’ পরিচয় ব্যবহার বাদ দিন : মুশফিক

‘শ্রমিকদের অমানবিক জীবনের অবসান ঘটাতে দরকার ইসলামের শাসন’ 

১০

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

১১

বগুড়ায় ছাত্রদলের ৫ নেতাকে শোকজ

১২

বর্তমান সরকারের ম্যাজিকে মালয়েশিয়া যাবে ১২ লাখ কর্মী!

১৩

অবশেষে সই হলো যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি

১৪

মেসিকে ছাড়িয়ে এবার রোনালদোর রেকর্ডে চোখ রাফিনিয়ার

১৫

বিকেলের মধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস 

১৬

ব্রাজিলের তারকাদের নিয়ে তীব্র সমালোচনায় রোমারিও!

১৭

প্রধান উপদেষ্টার প্রেস উইং / বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমীরের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত

১৮

দুই মহাদেশের দুই প্রতিযোগিতা থেকে মেসি-রোনালদোর বিদায়

১৯

দেশকে নতুন করে গড়তে পারস্পরিক আস্থার পরিবেশ জরুরি : প্রধান উপদেষ্টা

২০
X