কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্সের ইফতার আয়োজন ও মেধাবী সম্মাননা প্রদান

কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্সের ইফতার অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্সের ইফতার অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্সের উদ্যোগে বঙ্গোপসাগরের ঐতিহাসিক বাণিজ্যপথ ধরে বাংলাদেশে ইসলামের প্রসার নিয়ে আলোচনা, বিশেষ ইফতার ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) রাজধানীর ফার্মগেটের বায়তুশ শরফ ইসলামিক রিসার্চ সেন্টারে কক্সবাজারবাসীদের অংশগ্রহণে এই অনুষ্ঠানে ইসলামের সৌন্দর্য ও ইতিহাসের সঙ্গে সম্পৃক্ততা তুলে ধরা হয়।

শত শত বছর আগে আরব ও পারস্যের বণিক ও ধর্মপ্রচারকরা বঙ্গোপসাগরের পথ ধরে কক্সবাজার ও চট্টগ্রাম হয়ে বাংলাদেশে আসেন। তাদের মাধ্যমে এ অঞ্চলে ইসলামের প্রসার ঘটে, যা স্থানীয় সমাজে গভীর ইতিবাচক প্রভাব ফেলে। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে স্মরণ করে এবং ইসলামের শিক্ষা ও সৌন্দর্যকে তুলে ধরতেই এমন আয়োজন করা হয়।

আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর এহছানুল হক। তিনি বলেন, ‘বাংলাদেশে ইসলামের প্রসারে বঙ্গোপসাগরের বাণিজ্যপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ইসলামের প্রচার ও বিস্তারের ইতিহাস আমাদের স্মরণে রাখা উচিত।’

অনুষ্ঠানে আলোচনা করেন কবি ও সাহিত্যিক জয়নুল আবেদিন মুকুল এবং লেখক সাদাত উল্লাহ খান। সাদাত উল্লাহ খান তার বক্তব্যে সাগরপথে আরব বণিকদের ইসলাম প্রসারের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, "নবী-রাসুলরা যেভাবে বিভিন্ন ধর্মের অনুসারীদের সাথে সৌহার্দ্য ও সম্প্রীতি নিয়ে বাণিজ্যের পাশাপাশি ধর্মীয় রীতিনীতি প্রসার ঘটিয়েছেন, তা থেকে শিক্ষা নিয়ে ইসলামের বৈষম্যহীন অভীষ্টকে অঙ্কিত করার অনুরোধ জানাই।"

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএ ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারী কক্সবাজারের সন্তান রাইয়ান সাদ উল হককে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কক্সবাজারকে তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি ঢাকাস্থ কক্সবাজারবাসীদের সংযুক্ত রেখে সংলাপ, আলোচনা ও উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে কক্সবাজারের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করে।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের মুখ্য সংগঠক মোহিব্বুল মোক্তাদীর তানিম। এ ছাড়া সংগঠনের জ্যেষ্ঠ সংগঠক সৈয়দ আলম, সংগঠকদের পক্ষে হেদায়েত আজিজ মিঠু, মোহাম্মদ ইলিয়াছ, সাজেদুল আলম মুরাদ, ইশতিয়াক তাসবীর, খোবায়েব শাইখ, মোহাম্মদ ইমরান, শাহনেওয়াজ চৌধুরী, ইকরামুল হুদা, শহিদুল ইসলাম, তাজওয়ার কাশেম ও জাহিন ফারুক আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ঢাকাস্থ কক্সবাজারের বিভিন্ন পেশাজীবী ও ছাত্র প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

এই আয়োজন কক্সবাজারের ঐতিহ্য, ইসলামের প্রসার এবং মেধাবী তরুণদের স্বীকৃতির মাধ্যমে স্থানীয় সম্প্রদায়ের গর্ব ও ঐক্যকে আরও সুদৃঢ় করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি জনগণের শাসক নয়, সেবক হতে চাই : খন্দকার আবু আশফাক

১৯ দেশের অভিবাসীদের গ্রিন কার্ড আবার যাচাই করবে যুক্তরাষ্ট্র

মাদক চোরাচালান চক্রের মূলহোতাসহ ২ সহযোগী গ্রেপ্তার

বিএনপিতে কোনো ভেদাভেদ নেই : মিনু

গুগলকে কনটেন্ট সরাতে অনুরোধের সংখ্যা নিয়ে সরকারের ব্যাখ্যা

অগ্রগতি, সমৃদ্ধি ও উন্নয়নের রাজনীতি করে বিএনপি : শিমুল বিশ্বাস

বগুড়ায় খালেদা জিয়ার নির্বাচন পরিচালনায় ১১ সদস্যের কমিটি

নির্বাচিত সরকার ছাড়া দেশে কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয় : ইশরাক 

আ.লীগ হিন্দু সম্প্রদায়ের আবেগ নিয়ে রাজনীতি করেছে : আমান

তারেক রহমানের নেতৃত্বে হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে : নজরুল ইসলাম

১০

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত

১১

নারীসহ দুজনকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও প্রচার, চাঁদা দাবি

১২

পুলিশকে কামড়ে পালানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

১৩

ভূমিকম্পে ঢাকায় কোন এলাকা নিরাপদ, ‘ব্লাইন্ড ফল্ট’ কোথায়

১৪

চার বছর পর ফিরল শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ

১৫

ইসরায়েলি বাহিনীর ওপর হামলা

১৬

চাঁদপুরের বাণিজ্য সম্ভাবনা ও প্রতিবন্ধকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৭

পুলিশ আগে আমাকে গ্রেপ্তার করত, এখন স্যালুট দেয় : শাহজাহান চৌধুরী

১৮

সমাধান ছাড়াই শেষ হলো ববি ও বিএম কলেজের আলোচনা

১৯

দেশে আর কোনো স্বৈরশাসকের জন্ম হবে না : সেলিমুজ্জামান

২০
X