পার্লামেন্ট না থাকলেও বর্তমানে জবাবদিহিতার কাজ করছে গণমাধ্যম এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। তিনি বলেন, ওয়ান-ইলেভেনের সময় থেকেই আমি সাংবাদিকদের প্রেমে পড়ি। তারা দুর্দিনে আমাদের কথাগুলো তুলে ধরত। আওয়ামী লীগের সময় আমাদের ওপর হামলার ঘটনাও সাংবাদিকরা তুলে ধরেছে। সরকার পতনের পর কোর্ট অঙ্গনের পরিবেশ অস্থিতিশীল ছিল। তখন পরিবেশ স্থিতিশীল করতে কাজ করেছি। সাংবাদিকদের কর্ম পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি।
শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকার কেরানীগঞ্জে কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) ঈদ পুনর্মিলনী ও ফ্যামিলি ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফারুকী আরও বলেন, সাংবাদিকরা সারাদিন কোর্টে কষ্ট করেন। বর্তমান সময়ে সাংবাদিকদের সম্মান করতে আইনজীবীরা শিখে গেছে। যেহেতু পার্লামেন্ট নেই, সাংবাদিকরাই অর্থাৎ গণমাধ্যমই বর্তমানে পার্লামেন্ট সদস্যদের মতো জবাবদিহিতার কাজ করছে। আমি যতদিন আছি কোর্ট অঙ্গনে সাংবাদিকদের সম্মান বজায় থাকবে।
এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার লিটন মাহমুদ। তিনি তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের পর পিপির নেতৃত্বে কোর্ট অঙ্গনের সুষ্ঠু পরিবেশে সাংবাদিকরা কাজ করতে পারছেন। কোর্ট অঙ্গনের খবর আমরা সাংবাদিকরাই জাতির কাছে তুলে ধরি। আশা করছি এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
এছাড়া অনুষ্ঠানে সিআরইউ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক মাসুদ রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও রাইজিং বিডির নিজস্ব প্রতিবেদক মামুন খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন- কোর্ট রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা উপদেষ্টা অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার, প্রতিষ্ঠাতা সভাপতি হাসিব বিন শহিদ, সহসভাপতি ও ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক এমরুল হাসান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক ও সকাল-সন্ধ্যার নিজস্ব প্রতিবেদক আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ ও ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক নাইমুর রহমান নাবিল, দপ্তর সম্পাদক ও জনবাণীর প্রধান প্রতিবেদক আজহারুল ইসলাম সুজন, প্রচার সম্পাদক ও যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন খান রিফাত, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক এবং দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক রকি আহমেদ, কার্যনির্বাহী সদস্য ও বাংলা নিউজের সিনিয়র রিপোর্টার খাদেমুল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সারাদিনব্যাপী কোর্ট রিপোর্টার্স ইউনিটির সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে কেরানীগঞ্জের দুটি পার্কে বিভিন্ন অনুষ্ঠান, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজন করা হয় আকর্ষণীয় রাফেল ড্রও। এতে প্রথম পুরস্কার পান কালবেলার নিজস্ব প্রতিবেদক রকি আহমেদ।
মন্তব্য করুন