কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৫:৩০ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

অজ্ঞাত ফোনকলে ফ্ল্যাট থেকে মিলল গৃহকর্মীর লাশ

রাজধানীর সেন্ট্রাল রোডের ৭৭ নম্বর বাসা। ছবি : কালবেলা
রাজধানীর সেন্ট্রাল রোডের ৭৭ নম্বর বাসা। ছবি : কালবেলা

শুক্রবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ব্যক্তি ফোন দিয়ে জানান, সেন্ট্রাল রোডের ৭৭ নম্বর বাসায় এক গৃহকর্মীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। সেই ফোনের পর কলাবাগান থানার পুলিশ রাত ১টার দিকে সেই বাসায় যায়। কিন্তু সঠিক ফ্ল্যাট নম্বর না জানায় গভীর রাতে ফিরে যান তারা। এরপর শুক্রবার সকালে গিয়ে ফ্ল্যাট শনাক্ত করে পুলিশ। সাততলা ভবনের দ্বিতীয় তলায় (ই-১) নম্বরের সেই ফ্ল্যাটটি তালা মারা ছিল। এরপর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায় বিছানায় পড়ে আছে শিশু গৃহকর্মীর লাশ। উদ্ধারের পর লাশটি দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) বিজন দাস কালবেলাকে বলেন, গতকাল রাতে ৯৯৯ এর মাধ্যমে অজ্ঞাত এক ব্যক্তি কল করে ওই ভবনে গৃহকর্মীর লাশ থাকার তথ্য দেয়। কিন্তু মধ্যরাতে রাতে গিয়ে ওই ভবনের ৪৪টি ফ্ল্যাটের বাসিন্দাদের ডাকা সম্ভব ছিল না। তাই সকাল ৭টার দিকে আমরা আবারও যাই। পরে বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা ম্যানেজারের কাছ থেকে তথ্য নিয়ে ৭টি বাসায় নক করা হয়। পরবর্তীতে দ্বিতীয় তলায় ই-১ এ নক করা হলে কেউ গেট খুলছিল না। ওই বাসায় সাথী পারভীন নামে এক নারী ও তার সন্তান থাকে। কিন্তু দীর্ঘ সময় ধরে কেউ গেট না খোলায় আমরা থানার ওসি ও বাসার মালিক সমিতির কমিটির উপস্থিতিতে দরজা ভেঙে বিছানায় গৃহকর্মীর লাশ দেখতে পাই। নিহতের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখা গেছে। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তথ্য দেওয়া নাম্বারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নম্বরটি এখন বন্ধ আছে। এই তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত ২৪ আগস্ট সকাল ৯টা ৪ মিনিটে নিজের শিশু সন্তানকে নিয়ে হেঁটে বের হয়ে যান সাথী পারভিন। এর ৫ মিনিট পর ৯টা ৯ মিনিটে আবারও ফিরে আসেন। পরবর্তীতে ৮ মিনিট পরে বের হয়ে যান। এরপর আর তিনি ফেরেননি।

ভবনের ম্যানেজার মফিজুর রহমান কালবেলাকে বলেন, ২০১৬ সাল থেকে সাথী ও তার স্বামী ডাক্তার শহীদুল হক রাহাত এখানে বসবাস করত। কিন্তু তার স্বামীর সঙ্গে দ্বন্দ্ব হওয়ায় তাকে ডিভোর্স দিয়ে দেন এবং ফ্ল্যাটটি বিক্রি করে দেন। তবে সাথী আক্তার নিজেকে ক্ষমতাসীন দলের বিভিন্ন পরিচয় দিয়ে এই ফ্ল্যাটে থাকতেন। সে সবার সঙ্গে খারাপ ব্যবহার করত। এমন কি আমাদেরও মারধর করেছেন। ২০২০ সাল থেকে সার্ভিস চার্জ দেন না। এখন পর্যন্ত মালিক সমিতি তার কাছে ১ লাখ ৭৪ হাজার টাকা পায়। সে কারো কথা শুনত না। ক্ষমতাসীন দলের বিভিন্ন পরিচয় দিয়ে আতঙ্ক ছড়াত।

ভবনের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাথির গ্রামের বাড়ি পাবনা সদরে। নিহত গৃহকর্মীও তারই এলাকার। তবে তার নাম পরিচয় জানা যায় নি৷ সাথী ও ডাক্তার শহীদুলের দ্বিতীয় বিয়ে। তবে বর্তমানে তারা আলাদা থাকেন। এ ঘরে তিন বছরের একটি মেয়ে রয়েছে। তাদের ডিভোর্সের বিষয়ে পারিবারিক আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে ওসি সাইফুল ইসলাম বলেন, মেয়েটিকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তার শরীরের অনেক আঘাত পাওয়া গেছে। মেয়েটির পরিচয় পাওয়া যায়নি। বয়স সাত আটের মতো হবে। বাসাটিতে থাকতেন সাথী আক্তার নামে এক মহিলা। ডিভোর্সী এ মহিলা এর আগেও এ শিশুটিকে মারধর করতো। প্রতিবেশিরা মারধরের কথা পুলিশ জানিয়েছে। মেয়েটিকে হত্যা করে ২৪ তারিখ সকালে সাথী আক্তার তার বাচ্চাসহ বাসা থেকে বের হয়ে যান। সিসিটিভি ফুটেজে তাই দেখা গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ বছর আগে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

কলিজার টুকরা দিয়েও বাঁচানো গেল না স্বামীকে, মারা গেলেন নিজেও

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ নোটিশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, সেনা মোতায়েন

কথা রাখেনি প্রেমিকা, অভিমানে গলায় ছুরি চালালেন হাবিবুর 

তীর্থযাত্রী বহনকারী ট্রলিতে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ৮

বাংলাদেশ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ইসহাক দার

লুট হওয়া ২৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার

ক্ষমা চেয়ে আবেদন উমামা ফাতেমার

১০

যেসব লক্ষণে বুঝবেন আপনি লো ব্লাড প্রেশারে ভুগছেন

১১

গণহত্যা মামলায় আফ্রিদি গ্রেপ্তার, ফেসবুকে প্রতিক্রিয়া প্রত্যয় হিরণের

১২

চুরির মামলার হাজিরার টাকা জোগাতে ফের চুরি, অতঃপর...

১৩

বাবা-মায়ের ডিভোর্স নিয়ে মুখ খুললেন গোবিন্দ-কন্যা

১৪

সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে দেশ সেরা ইলেকট্রনিকস ব্র্যান্ড যমুনার পণ্য 

১৫

জেন-জির নতুন ট্রেন্ড ‘থিম পার্টি’, কী হয় সেখানে

১৬

নারী ওয়ানডে বিশ্বকাপ / আসন্ন বিশ্বকাপের জন্য পাকিস্তানের ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা

১৭

মামলা নিয়ে বিচলিত নন পলক, আইনজীবীকে ট্রায়ালের প্রস্তুতির নির্দেশ

১৮

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই পিপির নিয়োগ বাতিল

১৯

ভরা মৌসুমেও ইলিশের আকাল

২০
X