কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ইশরাকের পক্ষে আন্দোলনে সিটি করপোরেশনের কর্মচারীরা

অবস্থান কর্মসূচিতে ডিএসসিসির কর্মচারীরা। ছবি : কালবেলা
অবস্থান কর্মসূচিতে ডিএসসিসির কর্মচারীরা। ছবি : কালবেলা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুধবার (২১ মে) সকাল ১০টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানো না হলে ডিএসসিসি এলাকার সব নাগরিকসেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে কর্মচারী ইউনিয়ন। এর সঙ্গে একাত্মতা জানিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা।

নগর ভবনে লাগাতার অবস্থান কর্মসূচি চলাকালে মঙ্গলবার (২০ মে) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়ন, স্ক্যাভেঞ্জারস অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন, পরিবহন চালক ও শ্রমিক ইউনিয়ন, বিদ্যুৎ কর্মচারী সমাজকল্যাণ সমিতি এবং চতুর্থ শ্রেণি কর্মচারী সমাজকল্যাণ সমিতির নেতারা তাতে যোগ দেন।

তারা বলেন, দাবি মানা না হলে বুধবার ১০টার পর থেকে পরিচ্ছন্নতা, ময়লা পরিবহন, বিদ্যুৎসেবাসহ সব ধরনের নাগরিকসেবা বন্ধ করে দেওয়া হবে।

ডিএসসিসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফ চৌধুরী বলেন, আমি বর্তমান সরকারকে বলতে চাই, দয়া করে মানুষকে কষ্ট দিয়েন না। আমাদের দাবি মেনে নিন। সামনে কোরবানির ঈদ, আমরা কী করতে পারি আপনারা চিন্তাও করতে পারবেন না। আমরা ঢাকা অচল করে দেব।

এরপর আন্দোলনের সমন্বয়ক সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান বলেন, বুধবার সকাল ১০টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সামনে আবারও জড়ো হবেন তারা। কাল ১০টা পর্যন্ত সময় দিলাম। এই সময়ের মধ্যে আমাদের দাবি না মানলে আমরা সেই সময়ই কঠিন কর্মসূচি ঘোষণা করব। যে যে অবস্থানে আছেন, সেই অবস্থানে থেকে নিজ নিজ দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন বলে ঘোষণা করেছেন। আমরাও সেই ঘোষণাকে সাধুবাদ জানাচ্ছি।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে মঙ্গলবার (২০ মে) সকাল ১০টা থেকে নগর ভবনের সামনের সড়কে বসে অবরোধ করেছেন ইশরাক হোসেনের সমর্থকরা। নগর ভবনের প্রধান ফটকের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান বাজানো হয়। এ সময় তারা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন তারা। সড়কে অবস্থানের কারণে বঙ্গবাজার থেকে গুলিস্তান গোলাপশাহ মাজার পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গত বুধবার (১৪ মে) থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির কারণে নগর ভবন কার্যত অচল। সেখানে কোনো ধরনের দাপ্তরিক কাজ হচ্ছে না। দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা লোকজন। সিটি করপোরেশন নগরবাসীকে যে ২৮ ধরনের সেবা দিয়ে থাকে তা এখন বন্ধ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগে বিচার তারপর নির্বাচন : ড. রেজাউল করিম

চাকরি ছাড়লেন ৫ এএসপি

গেন্ডারিয়া থেকে ২৮ ব্র্যান্ডের ১৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার

নিয়োগ প্রক্রিয়া বাতিলের ব্যাখ্যা দিল রাজউক

আলোচনা ফলপ্রসূ হয়নি, অবস্থান কর্মসূচিতে এনবিআরের কর্মকর্তারা

খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকের সাক্ষাৎ

কালো টাকা সাদা করার সুযোগ চিরতরে বাতিলের আহ্বান টিআইবির

অসময়ে জ্বলল বসুন্ধরা কিংস

নার্সিং ভর্তি পরীক্ষায় প্রথম হলেন ময়মনসিংহের মৌমিতা

গাজীপুর বিএনপির সব ইউনিটের কমিটি বিলুপ্ত 

১০

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির 

১১

প্রো-কাবাডি নিলামে বাংলাদেশের ১০ জন

১২

বগুড়ায় এক সঙ্গে তিন থানার ওসি রদবদল

১৩

সেমিনারে বক্তারা / জিওটেক্সটাইলের গবেষণা ও উৎপাদন বাড়াতে হবে

১৪

বয়সভিত্তিক সাঁতারে নেই সেই আনসার!

১৫

ভুয়া পণ্য প্রচারের দায়ে গ্রেপ্তার বিউটি কুইন

১৬

পাকিস্তান সেনাবাহিনীকে যেভাবে সহায়তা করল ভারত

১৭

বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা বুধবার

১৮

এআই বিড়ম্বনায় হানিফ সংকেত

১৯

ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার অভিযানে সাগর-হিমেল

২০
X