কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ইশরাকের পক্ষে আন্দোলনে সিটি করপোরেশনের কর্মচারীরা

অবস্থান কর্মসূচিতে ডিএসসিসির কর্মচারীরা। ছবি : কালবেলা
অবস্থান কর্মসূচিতে ডিএসসিসির কর্মচারীরা। ছবি : কালবেলা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুধবার (২১ মে) সকাল ১০টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানো না হলে ডিএসসিসি এলাকার সব নাগরিকসেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে কর্মচারী ইউনিয়ন। এর সঙ্গে একাত্মতা জানিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা।

নগর ভবনে লাগাতার অবস্থান কর্মসূচি চলাকালে মঙ্গলবার (২০ মে) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়ন, স্ক্যাভেঞ্জারস অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন, পরিবহন চালক ও শ্রমিক ইউনিয়ন, বিদ্যুৎ কর্মচারী সমাজকল্যাণ সমিতি এবং চতুর্থ শ্রেণি কর্মচারী সমাজকল্যাণ সমিতির নেতারা তাতে যোগ দেন।

তারা বলেন, দাবি মানা না হলে বুধবার ১০টার পর থেকে পরিচ্ছন্নতা, ময়লা পরিবহন, বিদ্যুৎসেবাসহ সব ধরনের নাগরিকসেবা বন্ধ করে দেওয়া হবে।

ডিএসসিসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফ চৌধুরী বলেন, আমি বর্তমান সরকারকে বলতে চাই, দয়া করে মানুষকে কষ্ট দিয়েন না। আমাদের দাবি মেনে নিন। সামনে কোরবানির ঈদ, আমরা কী করতে পারি আপনারা চিন্তাও করতে পারবেন না। আমরা ঢাকা অচল করে দেব।

এরপর আন্দোলনের সমন্বয়ক সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান বলেন, বুধবার সকাল ১০টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সামনে আবারও জড়ো হবেন তারা। কাল ১০টা পর্যন্ত সময় দিলাম। এই সময়ের মধ্যে আমাদের দাবি না মানলে আমরা সেই সময়ই কঠিন কর্মসূচি ঘোষণা করব। যে যে অবস্থানে আছেন, সেই অবস্থানে থেকে নিজ নিজ দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন বলে ঘোষণা করেছেন। আমরাও সেই ঘোষণাকে সাধুবাদ জানাচ্ছি।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে মঙ্গলবার (২০ মে) সকাল ১০টা থেকে নগর ভবনের সামনের সড়কে বসে অবরোধ করেছেন ইশরাক হোসেনের সমর্থকরা। নগর ভবনের প্রধান ফটকের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান বাজানো হয়। এ সময় তারা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন তারা। সড়কে অবস্থানের কারণে বঙ্গবাজার থেকে গুলিস্তান গোলাপশাহ মাজার পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গত বুধবার (১৪ মে) থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির কারণে নগর ভবন কার্যত অচল। সেখানে কোনো ধরনের দাপ্তরিক কাজ হচ্ছে না। দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা লোকজন। সিটি করপোরেশন নগরবাসীকে যে ২৮ ধরনের সেবা দিয়ে থাকে তা এখন বন্ধ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমু চৌধুরীর ভাইরাল ইস্যুতে নায়ক সাইমনের ক্ষোভ 

ইসরায়েলের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপ নিতে বিক্ষোভ

ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

সমু চৌধুরী: এক নির্মম সৌন্দর্য ও বিস্মৃত বিস্ময়

‘ইসরায়েল যা শুরু করেছে, আল্লাহ চাইলে আমরা তা শেষ করব’

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য হোটেলে পৌঁছেছেন তারেক রহমান

সাবরিনা-কেওগানের বিচ্ছেদ, বিপাকে প্রেমিক

বান্দরবানে পর্যটকের লাশ উদ্ধার

দীর্ঘ ছুটি কাটিয়ে ঢাকা ফিরছে মানুষ

নিষেধাজ্ঞা শেষে সরগরম বাগেরহাট কেবি বাজার

১০

দুই বছর পর সাব্বির নাসিরের নতুন গান 

১১

৩২ দলের ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে কারা?

১২

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান

১৩

রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

১৪

ইসরায়েলি হামলায় ইরানের ৬ পরমাণু বিজ্ঞানী নিহত

১৫

ইরানের কলিজায় আঘাত করেছে ইসরায়েল

১৬

ইরানের ছোড়া ড্রোন-মিসাইল ভূপাতিত করল এক মুসলিম দেশ

১৭

ইরানে হামলার পর বেড়েছে তেলের দাম

১৮

ছক্কার ফুলঝুরিতে কিউই ব্যাটারের রেকর্ড

১৯

উড়োজাহাজ দুর্ঘটনায় ভাই হারালেন বিক্রান্ত ম্যাসি

২০
X