কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৫, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজউকের সার্ভারে ঢুকে ভবনের অনুমোদন করিয়ে নিয়েছিল হ্যাকার নিজেই

রাজউকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
রাজউকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নকশা অনুমোদনের সার্ভারে (ইসিপিএস) হ্যাকার বা অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এর ফলে ঝুঁকিতে পড়ে যায় রাজউকের সম্পূর্ণ প্ল্যান অনুমোদন প্রক্রিয়া। কিছু সময়ের জন্য সম্পূর্ণ রূপে থমকে ছিল ভবন অনুমোদনের কাজ। রাজউকের অভ্যন্তরীণ প্ল্যান অনুমোদনের কাজও আটকে ছিল। এ সুযোগে অনুপ্রবেশকারীরা সিস্টেমে ঢুকে বেশ কয়েকটি ভবনের অনুমোদন কার্যক্রম পরিচালনা করে।

গত ১৯ মে ইসিপিএস সার্ভারে অনুপ্রবেশ করে মাত্র ১৭ মিনিটে একটি ভবনের অনুমোদন পাশের ঘটনাটি পরে নজরে আসে রাজউকের। জলাভূমি ও হাইট রেস্ট্রিকশন থাকা ভূমিতে ১৫ তলা বিশিষ্ট ১৮৫ ইউনিটের এই সুউচ্চ ভবনটির নকশা সকল বিধিকে পাশ কাটিয়ে সম্পূর্ণ অবৈধভাবে পাশ করিয়ে নেয় হ্যাকার বা অনুপ্রবেশকারীরা।

রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) আব্দুল্লাহ আল মারুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তীতে রাজউক ওই ঘটনা জানতে পারার পর প্রাথমিক তদন্তে একই উপায়ে আরও তিনটি ভবনের নকশা অনুমোদন শেষ পর্যায়ে প্রক্রিয়াধীন অবস্থায় পায়। তাৎক্ষণিক সার্ভারটি বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, রাজউকের পক্ষ থেকে মতিঝিল থানায় সেদিনই একটি জিডি দায়ের করা হয়। উক্ত পাশকৃত নকশার সূত্র ধরে রাবেয়া বারী নামক এক প্রকৌশলীর সন্ধান পায় রাজউক, যার স্বাক্ষর নকশাগুলোতে পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে মতিঝিলের নীল নকশা নামক একটি কম্পিউটারের দোকানের এবং সেখানকার এক কর্মচারী স্বপনের নাম।

এরই পরিপ্রেক্ষিতে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয় মতিঝিলের নীল নকশা নামক দোকানটিতে। মোবাইল কোর্ট পরিচালনাকালে দোকানটির সঙ্গে অননুমোদিত নকশা অনুমোদনের সম্পৃক্ততা পাওয়া যায়।

একইসঙ্গে দোকানটির মালিক এনামুলের ক্রেডিট কার্ড ব্যবহার করে রাজউকের নির্ধারিত ফি পরিশোধের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া দোকানের কয়েকটি কম্পিউটারে অবৈধ ভবনগুলোর নকশা পাওয়া যায়। যা থেকে দোকানের মালিক এনামুল ও কর্মচারী স্বপনের সম্পৃক্ততা পাওয়া গেছে।

রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) আব্দুল্লাহ আল মারুফ বলেন, মোবাইল কোর্ট চলাকালীন তাদের কাউকেই পাওয়া না যাওয়ায় সংশ্লিষ্ট অন্য কর্মচারীদের পুলিশের আওতায় নেওয়া হয়। এ ঘটনায় রাজউকের পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করার প্রস্তুতি চলছে।

রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা খুবই অনভিপ্রেত। কঠোর তদন্ত করে এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে ভবিষ্যতে যেন এমন কোনো ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা নিবে রাজউক। ইতিমধ্যে অবৈধভাবে অনুমোদন নেওয়া ভবনটির নকশা বাতিল করে মালিকপক্ষকে চিঠি প্রদান করা হয়েছে এবং এ ব্যাপারে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রক্তদাতার যত্ন: সজীব শরীর, সচেতন জীবন

‘আমি যেন বার বার ফিরে আসতে পারি আপনাদের হৃদয়ে’

‘টাঙ্গুয়ার হাওরে টুরিস্ট পুলিশের তথ্যসেবা কেন্দ্র করা হবে’

বিয়ের ৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম

চবিসাসের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক কালবেলার জাহিদুল

প্রশিক্ষণার্থী নারীকে অপদস্থের পর ক্ষমা চাইলেন সেই কৃষি কর্মকর্তা

জাবি শিক্ষার্থীদের তথ্য ফাঁস; নেপথ্যে জাতীয়তাবাদী শিক্ষক

‘ফটোগ্রাফার রাফিদের স্মরণে ফটোগ্রাফি কনটেস্ট আয়োজন করা হবে’

তেলের ডিপোর ট্যাংকে আটকে শ্রমিকের মৃত্যু

অনির্বাচিত সরকার সব কিছুর সমাধান করতে পারে না : যুবদল সভাপতি

১০

ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে সচেষ্ট সরকার : আইসিটি সচিব

১১

রাজউকের সার্ভারে ঢুকে ভবনের অনুমোদন করিয়ে নিয়েছিল হ্যাকার নিজেই

১২

সরাসরি গ্রেপ্তারের ক্ষমতা পেলেন ট্রাইব্যুনালের প্রসিকিউট ও তদন্তকারী কর্মকর্তারা

১৩

জুলাই ঐক্যের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

১৪

অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’ : নাহিদ ইসলাম

১৫

এবার আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের

১৬

শীতের শুরুতে স্থানীয় নির্বাচন চায় ইসলামী আন্দোলন

১৭

ডাকসুর রোডম্যাপ দাবিতে ৩২ ঘণ্টা ধরে অনশনে বিন ইয়ামিন

১৮

বই চুরির মামলায় অ্যাকাডেমিক সুপারভাইজার গ্রেপ্তার

১৯

বন্যা না আসতেই ধসে গেল নদী রক্ষা বাঁধ

২০
X