নতুন একটি ফ্ল্যাগশিপ শোরুম চালুর মধ্য দিয়ে চীনা অটোমোটিভ জায়ান্ট জিএসি বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। রাজধানীর তেজগাঁও এলাকায় এ শোরুম চালু করা হয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছরের মে মাসে ঢাকা মোটর শোতে ব্র্যান্ড লঞ্চের পর এ শোরুম জিএসি ও তাদের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ডিএইচএস মোটরস লিমিটেড উভয়েরই বাংলাদেশের অটোমোবাইল শিল্পকে বৈচিত্র্যময় করার প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে।
সম্প্রতি একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শোরুমটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- ডিএইচএস মোটরসের ব্যবস্থাপনা পরিচালক নাফিস খন্দকার, প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জিএম আরমান রশিদ এবং ফারহান সামাদ। জিএসির পক্ষ থেকে জিএসি ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝোউ ও চীনের গুয়াংজুর জিএসি সদর দপ্তরের অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএইচএসের এ মুহূর্তে জিএসির বৈদ্যুতিক সাব-ব্র্যান্ড এআইওএন চালু এবং বাংলাদেশে জিএসি যানবাহনের জন্য একটি স্থানীয় ফ্যাক্টরিতে সংযোজন প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন