কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা দক্ষিণ সিটির ৩৮৪১ কোটি টাকার বাজেট ঘোষণা

সংগৃহীত ছবি।
সংগৃহীত ছবি।

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (৬ আগস্ট) ডিএসসিসি নগর ভবনের মিলনায়তনে সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া এ বাজেট ঘোষণা করেন।

বাজেট উপস্থাপনকালে শাহজাহান মিয়া বলেন, ‘আমরা বাস্তবতা বুঝেই এ বছর সহায়তামূলক প্রকল্প থেকে প্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। অর্থবছরের শেষে এ খাতে দৃশ্যমান অগ্রগতি আশা করছি।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চলতি বর্ষায় জলাবদ্ধতা দেখা যায়নি বলেও দাবি করেন প্রশাসক। তিনি বলেন, ‘গত বছরের তুলনায় এবার বর্ষাকালে বড় কোনো এলাকাই জলাবদ্ধ হয়নি। নিউমার্কেট এলাকায় যে জলাবদ্ধতা দেখা দিয়েছিল, সেটিও আমরা দ্রুত পাম্প দিয়ে অপসারণ করেছি।’

২০২৪-২৫ অর্থবছরে সরকারি ও বৈদেশিক সহায়তা খাতে প্রাথমিকভাবে ৪ হাজার ৩৬৩ কোটি টাকার লক্ষ্যমাত্রা থাকলেও, সংশোধিত বাজেটে তা কমিয়ে ৫৫৮ কোটি ৬৯ লাখ টাকায় নামিয়ে আনা হয়। মূলত পূর্ববর্তী বছরের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে নতুন অর্থবছরে এই খাতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।

নতুন এই বাজেটে নিজস্ব উৎস থেকে রাজস্ব আয় ধরা হয়েছে ১ হাজার ৩২০ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া অন্যান্য খাত থেকে আয় দেখানো হয়েছে ৭৯ কোটি ৫৫ লাখ টাকা এবং সরকারি ও বিশেষ বরাদ্দ থেকে ধরা হয়েছে ১২৭ কোটি টাকা।

বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৬৩৫ কোটি ৩৩ লাখ টাকা, অন্যান্য ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ১ লাখ টাকা এবং নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৮৭৬ কোটি ৬৪ লাখ টাকা। মোট ডিএসসিসি, সরকারি ও বৈদেশিক সহায়তায় উন্নয়ন ব্যয় বাবদ ১৪৬৯ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়।

ডিএসসিসির তথ্য অনুযায়ী, বাজেটের প্রধান খাতগুলোর মধ্যে সড়ক ও ট্রাফিক অবকাঠামো খাতে ৩৬৫ কোটি ১১ লাখ, খাল উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন খাতে ১১৫ কোটি, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা খাতে ৫৭ কোটি ২০ লাখ, মশক নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য খাতে ৫৭ কোটি ৪৪ লাখ, বৃক্ষরোপণ ও পরিবেশ উন্নয়ন খাতে ৫ কোটি ২৬ লাখ এবং কল্যাণমূলক খাতে ১৩ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।

গত ২০২৪-২৫ অর্থবছরে ডিএসসিসির প্রস্তাবিত বাজেট ছিল ৬ হাজার ৭৬০ কোটি ৭৪ লাখ টাকা, যা সংশোধন করে ২ হাজার ৬৬৭ কোটি ৫৯ লাখ টাকায় নামিয়ে আনা হয়।

ডিএসসিসির কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও নগর ব্যবস্থাপনার উন্নয়নে নতুন বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের অধিকার ফিরিয়ে আনা বিএনপির প্রতিশোধ : আমান উল্লাহ

গাজায় চেষ্টা করেও বাঁচানো যায়নি ইসরায়েলের সেনাকে

আওয়ামী দোসরদের সমূলে উৎখাত করতে হবে : লায়ন ফারুক

টি-স্পোর্টস থেকে পাওনা নিচ্ছে না বিসিবি

খুলনায় শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

পিবিপ্রবিতে জনবল নিয়োগে অনিয়ম তদন্তে কমিটি গঠন

বেগম জিয়া মানুষের অধিকার আদায়ে কারো সঙ্গে আপস করেননি : মাহমুদ

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

৪৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পাকিস্তান

হাসিনার বিচারের আগে নির্বাচন হলে জনগণ মানবে না : সারজিস

১০

‘নিখোঁজ’ মামুনুর রশিদকে ফেরত চান জামায়াত আমির

১১

দুবাইয়ে টাইগারদের দারুণ শুরু

১২

‘নিখোঁজ’ জুলাই যোদ্ধা মামুনুর রশীদের পরিবারের পাশে বিএনপি

১৩

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি 

১৪

ময়মনসিংহের ৬০ মন্দিরে বিএনপির উৎসব প্রণোদনা

১৫

মাহবুবুল খালিদের কথা ও সুরে ‘মাইলস্টোন’স ট্র্যাজেডি’

১৬

দুর্গাপূজার ছুটি কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন

১৭

পদ্মা ও মধুমতি এক্সপ্রেস ট্রেনের অফ-ডে বাতিল

১৮

খুবিতে চলচ্চিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা প্রদান

১৯

অবৈধ আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না : সালাহউদ্দিন আহমদ

২০
X