রাজধানীর গুলশান থেকে সিসা বারসহ বিভিন্ন অবৈধ কাজে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী সেলিম প্রধান ওরফে ক্যাসিনো সেলিমসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) দিবাগত ভোর রাতে সেলিম প্রধানের মালিকানাধীন বারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আল আমিন হোসাইন।
তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে ৬.৭ কেজি সিসা, ৭টি স্ট্যান্ড ও অন্যান্য সরঞ্জামসহ ৯ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে সেলিম প্রধানও আছেন। বারিধারার ১২ নম্বর রোডে ‘নেক্সাস ক্যাফে’ নামে সিসার ব্যবসা পরিচালনা করা হচ্ছিল।
এর আগে ২০১৯ সালে সেলিম প্রধানের একাধিক বাসায় অভিযান চালিয়ে বিপুল বিদেশি মদ, ক্যাসিনো খেলার সরঞ্জাম, সিসা ও অবৈধভাবে সংগ্রহ করা হরিণের চামড়া উদ্ধার করে র্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে মানি লন্ডারিংসহ একাধিক মামলা হয়। এই মামলায় দীর্ঘদিন জেলে থাকার পর জামিনে মুক্তি পান সেলিম প্রধান। তবে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও আগের অপরাধে জড়িয়ে পড়েন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সেলিম প্রধানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আদালতে চলমান রয়েছে। এর মধ্যে রয়েছে— ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে ২০২৩ সালে দায়ের করা দুর্নীতি মামলা, ঢাকার যুগ্ম মহানগর দায়রা আদালতে মাদক মামলা, ঢাকার ৩য় অতিরিক্ত দায়রা ও বিশেষ ট্রাইব্যুনাল আদালতে মানি লন্ডারিং মামলা। এছাড়া রূপগঞ্জ থানায় ২০২৪ সালে দায়ের করা চাঁদাবাজির মামলা এবং চলতি বছরের মার্চ মাসে ভাঙচুর ও লুটপাটের মামলাও বিচারাধীন রয়েছে।
সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন স্পা ও বিউটি পার্লারে ভিআইপিদের আসা-যাওয়ার সুবাদে সেখানে নারীদের সরবরাহ করতেন সেলিম প্রধান। এসব নারী ভিআইপিদের বিনোদনের ব্যবস্থা করতেন। এছাড়াও সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলন ও ভারতীয় গরু চোরাচালানের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
মন্তব্য করুন