রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশা নিধন কার্যক্রম শুরু করেছে বছিলা অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্ম।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩নং ওয়ার্ডের বছিলার আশপাশের এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
‘আশপাশ রাখুন পরিষ্কার, মশা মুক্ত হউক পরিবার’ স্লোগানে এ মশা নিধন কার্যক্রম চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ রশিদ, আহ্বায়ক আতিকুল ইসলাম মিঠু, সদস্য সচিব শিহাব তালুকদারসহ ডিএনসিসির মশা নিধন টিমের সদস্যরা।
এম এ রশিদ বলেন, গত তিন দিন ধরে এ কার্যক্রম চলমান থাকায় এলাকাবাসী স্বাগত জানিয়েছে এবং মশা থেকে স্বস্তি পেয়েছে। সবাই সহযোগিতা করলে এ কার্যক্রম আরও সফলভাবে পরিচালনা করা সম্ভব হবে।
আতিকুল ইসলাম মিঠু বলেন, সপ্তাহে ২ দিন করে মশা নিধন কার্যক্রম চলবে এবং মশা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এটি চলমান থাকবে।
মশা নিধন কার্যক্রমের পাশাপাশি বছিলা অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্মটি সীমিত পরিসরে ফ্রি স্বাস্থ্যসেবাসহ সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
মন্তব্য করুন