স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আত্মবিশ্বাস হারিয়ে ছুটি চাইলেন বার্সা ডিফেন্ডার

বার্সেলোনার এই ডিফেন্ডার রীতিমতো মানসিকভাবে ভেঙে পড়েছেন। ছবি : সংগৃহীত
বার্সেলোনার এই ডিফেন্ডার রীতিমতো মানসিকভাবে ভেঙে পড়েছেন। ছবি : সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার রক্ষণভাগের অন্যতম ভরসা রোনাল্ড আরাউহো সাম্প্রতিক সময়টা যেন কাটাচ্ছেন এক কঠিন মানসিক অস্থিরতার ভেতর দিয়ে। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে বিতর্কিত লাল কার্ডের পর থেকেই গভীর ধাক্কায় আছেন উরুগুইয়ান এই সেন্টার-ব্যাক। সেই ধাক্কা এতটাই তীব্র যে, ক্লাবের কাছে মানসিকভাবে পুনরুদ্ধারের জন্য অনির্দিষ্টকালের সময় বিরতি চেয়েছেন তিনি।

সোমবার সকালে জোয়ান গামপারে বার্সেলোনার প্রশিক্ষণ মাঠে হাজির হন আরাউহোর এজেন্টরা। ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকে তাদের প্রধান লক্ষ্য ছিল—খেলোয়াড়কে মানসিকভাবে ফিরিয়ে আনার পথ খুঁজে বের করা। ক্লাব, কোচিং স্টাফ ও সতীর্থরা একই সুরে জানিয়ে দিয়েছেন, এ মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো আরাউহোর মানসিক স্থিতি ফিরে পাওয়া।

আরাউহো সেদিন ট্রেনিং গ্রাউন্ডে এলেও সতীর্থদের সঙ্গে অনুশীলনে নামেননি।

প্রেস কনফারেন্সে পরিস্থিতি স্পষ্ট করে দেন কোচ হান্সি ফ্লিক। তিনি বলেন, “রোনাল্ড এখন খেলতে প্রস্তুত নয়। এটা ব্যক্তিগত বিষয়। তার গোপনীয়তাকে সম্মান করা হোক।”

এর ফলে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ম্যাচে থাকছেন না আরাউহো।

চেলসির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের শেষদিকে কুকুরেলাকে ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেই মাঠ ছাড়েন তিনি। স্কোর তখন ১-০। মাঠ ছাড়ার সময়ই আরাউহোর ভেঙে পড়া ভাব নজরে আসে। পরে স্প্যানিশ গণমাধ্যমে ব্যাপক সমালোচনা আরও চাপে ফেলে তাকে।

ঘটনাটি ছিল মূলত “শেষ ধাক্কা”—এর আগের ক’ সপ্তাহ ধরেই নানান বিষয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। শারীরিকভাবে ১০০% প্রস্তুত হলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন—এমনটাই জানিয়েছে তার ঘনিষ্ঠ সূত্র।

ক্যাপ্টেনদের একজন হিসেবে সতীর্থদের মাঝে তার অবস্থান গুরুত্বপূর্ণ। ড্রেসিং রুমের সবাই তাকে আশ্বস্ত করেছেন—সময় নাও, ফিরে এসো প্রস্তুত হয়ে। ক্লাবও একই বার্তা দিয়েছে: মানুষ হিসেবে তুমি আগে, খেলোয়াড় হিসেবে পরে।

শনিবারের ম্যাচে না থাকার কারণ হিসেবে ক্লাব প্রথমে জানিয়েছিল পেটের অসুস্থতার কথা। কিন্তু স্পষ্ট হচ্ছে—স্ট্যামফোর্ড ব্রিজের লাল কার্ডের পর মানসিক আঘাতই তাকে নড়বড়ে করে দিয়েছে। সেই অবস্থা থেকে বেরিয়ে আসতেই এখন সময় চাইছেন আরাউহো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মশা নিধনে আমেরিকান প্রযুক্তির বিটিআই ব্যবহার শুরু করল চসিক

ববি শিক্ষার্থীকে রাতভর র‌্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি

এনসিপির কমিটি নিয়ে বিরোধ তুঙ্গে, সাংবাদিকদের হেনস্তা-তালাবদ্ধ করার হুমকি

খালেদা জিয়ার অসুস্থতার জন্য আ.লীগ সরকার দায়ী : মুশফিকুর রহমান

আত্মবিশ্বাস হারিয়ে ছুটি চাইলেন বার্সা ডিফেন্ডার

খালেদা জিয়াকে সহায়তা দিতে প্রস্তুত ভারত : মোদি

বন্ধুকে কুপিয়ে হত্যার কারণ জানালেন অস্ত্র হাতে থানায় যাওয়া যুবক

প্রাইভেটকারচাপায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ নরেন্দ্র মোদির

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

১০

টিউলিপ সিদ্দিকের রায় নিয়ে যা বলছে লেবার পার্টি

১১

সিলেট নয় ঢাকাতেই শুরু হবে বিপিএল

১২

খালেদা জিয়ার জানের সাদকা হিসেবে ছাগল দান বিএনপি নেতা আজাদের

১৩

নগরজুড়ে আতঙ্ক, চট্টগ্রামে ফের মাথাচাড়া দিচ্ছে অপরাধীরা

১৪

রাজশাহীতে জিয়া পরিষদের সভাপতি ড. নেছার উদ্দিন ও সম্পাদক সালাউদ্দিন

১৫

গাড়িতে মাথা ঘোরা-বমি ভাব? সাহায্য করবে আইফোনের এই গোপন ফিচার

১৬

এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার

১৭

আদালতে হাজির হলেন নেতানিয়াহু

১৮

জুলাই আন্দোলনে বাঁধা, নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৬ জনকে শাস্তি

১৯

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মাসুদুজ্জামান

২০
X