

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরার আশাশুনিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আল্লাহর সন্তুষ্টি কামনায় সদকায়ে জারিয়াও করা হয়।
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন সোমবার (১ ডিসেম্বর) বিকেলে গুনাগরকাটি পীর সাহেবের দরগাহ শরিফে এ দোয়া মাহফিলের আয়োজন করেন।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতার পাশাপাশি দেশের শান্তি, কল্যাণ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়। স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দরগাহ শরিফের খাদেম।
এ সময় উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, সাবেক আহ্বায়ক ও চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শওকত হোসেন, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন