রাজধানীর গুলশানে একটি ভবনের ১০তলায় এসি মেরামতের কাজ করতে গিয়ে নিচে পড়ে দুই যুবক মারা গেছেন। বুধবার রাত ৮টার দিকে গুলশান-২ এর ৩৫ নম্বর সড়কের একটি ভবন থেকে তারা নিচে পড়ে যায়।
নিহতরা হলেন রাজিব খান (২২) ও মো. সোহেল (৩০)। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জানা যায়, গুলশান ২-এর ৩৫ নম্বর রোডের একটি ভবনের ১০ তলার বাসায় এসি মেরামতের জন্য গিয়ে রশিতে ঝুলে এসি মেরামত করছিলেন রাজীব ও সোহেল। একপর্যায়ে একজন বিদ্যুতায়িত হলে আরেকজন তাকে বাঁচাতে যান। এ সময় দুজনই নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মন্তব্য করুন