

বর্ণিল আয়োজনে পালিত হলো দ্য ইনভিন্সিবল এসএসসি ও এইচএসসি ২০০৯-১১ ব্যাচের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমির হলরুমে সারা দেশ থেকে আগত সমবয়সীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে এই মিলনমেলা। এ সময় দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন সবাই।
আয়োজকরা জানান, এ অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘ এক বছর পর মিলিত হয়ে বন্ধুদের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়া যায়। সব সময় একে-অপরের সুখ-দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের কল্যাণে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন আগতরা। একই সঙ্গে দেশের দুর্যোগপূর্ণ পরিবেশে দুর্গতদের পাশে দাঁড়ানোই এ বন্ধনের মূল লক্ষ্য।
তারা আরও জানান, এ বন্ধুত্ব যতো বেশি দূঢ় হবে, সমাজে তত বেশি এর সুফল ছড়িয়ে দেওয়া যাবে। ইতোমধ্যে, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বন্যার্তদের পাশে দাঁড়ানোসহ জনকল্যাণমূলক একাধিক কার্যক্রম পালন করা হয়েছে।
ভবিষ্যতে পথশিশু, সুবিধাবঞ্চিত মানুষ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও সুশিক্ষিত সমাজ গড়তে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন আয়োজকরা।
মন্তব্য করুন