ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

তামাক চাষে ঝুঁকছেন কৃষকরা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ডিমলায় তামাক চাষ। ছবি : কালবেলা
ডিমলায় তামাক চাষ। ছবি : কালবেলা

অতি মুনাফার আশায় নীলফামারীর ডিমলা উপজেলার কৃষকরা নিষিদ্ধ তামাক চাষে ঝুঁকছেন। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং কমে যাচ্ছে খাদ্যশস্য উৎপাদন। ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরকার তামাক ও তামাকজাত দ্রব্যের উৎপাদন ও ব্যবহার কমাতে বিভিন্ন নীতি গ্রহণ করেছে। ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। এর পরও ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে তামাক চাষ দিন দিন বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তামাক চাষ বৃদ্ধির পেছনে তামাক কোম্পানিগুলোর আর্থিক সহায়তা ও নানা প্রলোভন বড় ভূমিকা রাখছে। কোম্পানিগুলো কৃষকদের নগদ অর্থ সহায়তা, সহজ শর্তে ঋণ, বিনা মূল্যে বীজ ও সার, চাষকালীন খরচ বহন এবং আগাম চুক্তিতে নির্দিষ্ট দামে তামাক কেনার নিশ্চয়তা দিচ্ছে। এতে অনেক কৃষক তামাক চাষে আগ্রহী হয়ে উঠছেন।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্যান্য ফসলের তুলনায় তামাকের ফলন বেশি এবং স্থানীয় বাজারে সহজেই বিক্রি করা যায়। নিশ্চিত ক্রেতা থাকায় লোকসানের আশঙ্কা কম বলে মনে করছেন তারা। তবে এর ফলে তামাক চাষপ্রবণ এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বাড়তি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

কৃষি বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন তামাক চাষ করলে জমির উর্বরতা কমে যায়। অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে মাটি ও পানিদূষণ বাড়ে। তামাক পাতা সংগ্রহ ও প্রক্রিয়াজাতের সময় নারী ও শিশুশ্রমিকদের স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পায়।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ডিমলার কিছু এলাকায় একসময় প্রশাসনিক উদ্যোগে তামাক চাষ কমে এসেছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে তামাক কোম্পানির সক্রিয় তৎপরতা এবং সার সংকটের কারণে আবারও এই চাষ বাড়তে শুরু করেছে। অনেক কৃষকের অভিযোগ, তামাক চাষের ক্ষতিকর দিক সম্পর্কে তাদের পর্যাপ্ত ধারণা নেই। পাশাপাশি তামাক চাষ নিরুৎসাহিত করতে কৃষি বিভাগের কার্যকর উদ্যোগও সীমিত।

তামাক চাষে জড়িত কয়েকজন কৃষক জানান, তারা এখন পর্যন্ত বড় কোনো আর্থিক ক্ষতির মুখে পড়েননি। কৃষি অফিস থেকে সরাসরি কঠোর নির্দেশনা না পাওয়ায় তারা স্বাস্থ্যঝুঁকি জেনেও জীবিকার তাগিদে তামাক চাষ চালিয়ে যাচ্ছেন।

বন্দর খড়িবাড়ি গ্রামের কৃষক শাজাহান আলী বলেন, বাপ-দাদার আমল থেকেই তারা তামাক চাষ করে আসছেন। তার মতে, তামাক চাষে তাদের কোনো ক্ষতি হয় না। কৃষি অফিসের লোকজনও তামাক চাষে নিষেধ করছেন না।

তিনি বলেন, গত বছর ১০০ শতক জমিতে তামাক চাষ করেছিলেন। এ বছর আরও বেশি জমিতে চাষ করেছেন। খরচ কম এবং বাজারে তামাক পাতার চাহিদা ভালো থাকায় অন্য ফসলের তুলনায় এতে লাভ বেশি।

নাউতারা ইউনিয়নের গোদার বাজার এলাকার কৃষক আব্দুল মজিদ বলেন, তামাক চাষে মাটির ক্ষতি হয় এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ে। সরকার যদি বিকল্প ফসল চাষে সহায়তা দেয়, তাহলে তামাক কমিয়ে অন্য ফসল চাষে আগ্রহী হব।

টেপাখড়িবাড়ি ইউনিয়নের চর খড়িবাড়ি এলাকার কৃষক ওমর আলী মুন্সি বলেন, সরকারি সহায়তা ও নিশ্চিত বাজার পেলে আমরা সহজেই তামাক ছেড়ে লাভজনক বিকল্প ফসল চাষে যেতে পারব।

এ বিষয়ে উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি বছর উপজেলায় মাত্র ১৫ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, বাস্তবে সরকারি হিসাবের দ্বিগুণ জমিতে তামাক চাষ হয়েছে।

ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, তামাক চাষ মাটির উর্বরতা নষ্ট করে, খাদ্যশস্য উৎপাদন কমায় এবং পরিবেশ ও স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়। আমরা কৃষকদের তামাকের পরিবর্তে ধান, ভুট্টা, সবজি ও ফলজাত ফসল চাষে উৎসাহিত করছি।

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রাশেদুজ্জামান বলেন, তামাক চাষের এলাকায় বসবাসকারী মানুষ, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা নানা স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। জনস্বার্থে তামাক চাষ বন্ধ করা জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদ শিকদার গ্রেপ্তার

কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতায় প্রয়োজনে আন্দোলন করতে হবে : গভর্নর

হাই ব্লাড প্রেশার নিয়ে যা জানা জরুরি

গ্রামীণ ব্যাংকে আগুন

কুমিল্লা থেকে ৪০ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তি

এনসিপির কমিটিতে বিএনপির সাবেক নেতারা

এপেক্স ফুটওয়্যার সেলস কনফারেন্স ২০২৫

জুলাই হত্যাযজ্ঞ / কাদের-সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আ.লীগ নেতা মির্জা আজমের খালাতো ভাই গ্রেপ্তার

১০

নির্মমভাবে ৩৩ বছর বয়সেই প্রাণ হারালেন বার্সেলোনার ফুটবলার

১১

চবি ভর্তি পরীক্ষায় আবেদন ২ লাখ ৩০ হাজার ছাড়াল

১২

ন্যাড়া হলে কি চুল ঘন হয়, জানুন গবেষণা কী বলছে

১৩

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলা কুমার শানুর; চাইলেন ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ

১৪

বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখতে কত লাগবে জানা গেল

১৫

ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৬

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো হীরা, অর্ধকোটির মালিক দুই বন্ধু

১৭

বিছানায় নাশতা, উহ, ওটা বোরিং: মেহজাবীন

১৮

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মোসাদ প্রধানের হুঁশিয়ারি

১৯

‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিকের ওপর খেপলেন ম্যাজিস্ট্রেট

২০
X