

সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে সেন্ট্রাল হাসপাতালের নিবন্ধন বাতিল ও গাইনি চিকিৎসক সংযুক্তা সাহার গ্রেপ্তারের দাবি করেছেন সহপাঠীরা।
আজ রোববার (১৮ জুন) বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সামনে আঁখির সহপাঠী মুনিরা আনজুম ও ৭ কলেজের শিক্ষার্থী নাজমুল হাসান এসব দাবি জানান।
মুনিরা আনজুম বলেন, আমাদের সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ থেকে লোক পাঠিয়ে হুমকি দেয়। বলে কিছুদিন পর সবাই ভুলে যাবে, তোমাদের কত টাকা হইছে। কিছুদিন পর সব ঠিক হয়ে গেলে তোমাকে দেখে নিব। এভাবে আমাদের শিশুকে হত্যা ও আমাদের বোনকে হত্যার পর আমাদেরও হুমকি দিচ্ছে। আমরা সেন্ট্রাল হাসপাতালে যাব, আমাদেরও মেরে ফেলুক।
ঢাকা কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী ও আঁখির সহপাঠী নাজমুল হাসান জানান, আঁখির সঙ্গে চিকিৎসক সংযুক্তা সাহা ও তার টিম প্রতারণা করেছে। মিথ্যা তথ্য দিয়ে ভুল চিকিৎসা করে অনুমতি ছাড়া সিজার করে মূত্রনালি, মলদ্বার কেটে ফেলেছে। এটা অন্যায়। এই হত্যার বিচার চাই।
নাজমুল আরও বলেন, আপনারা জানেন সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনায় অনিয়ম পাওয়া গেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেন্ট্রাল হাসপাতালের লাইসেন্স বাতিল করতে হবে। সেই সাথে ডাক্তার সংযুক্তা সাহাকে গ্রেপ্তার করতে হবে। এ সময় আঁখির স্বামীকে সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ার জন্য হুমকিরও অভিযোগ করেন নাজমুল।
মন্তব্য করুন