

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির দাবি, তারা সম্প্রতি রাজধানীতে আকস্মিক ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিল।
সোমবার (১০ নভেম্বর) ডিএমপির (মিডিয়া) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমনা বিভাগে ২ জন, মিরপুর বিভাগে ৪ জন, সাইবার বিভাগে ১৩ জন, মতিঝিল বিভাগে ৪ জন, ওয়ারী বিভাগে ১ জন, উত্তরা বিভাগে ১ জন, তেজগাঁও বিভাগে ১ জন, লালবাগ বিভাগে ৩ জন এবং গুলশান বিভাগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন―নিষিদ্ধ যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেন (৬০), টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা যুবলীগের সদস্য মাহবুবুল আলম পলাশ, ঢাকা মহানগর উত্তর ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. খোকন মিয়া (৪৩), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি তানজিম ইব্রাহিম (২৬), আওয়ামী লীগের সক্রিয় সদস্য সাজ্জাতুল ইসলাম তুষার (৩৪), ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান উজ্জ্বল (৫৪), মো. আব্দুস সোবহান (৫৩), ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের তথ্য সম্পাদক শাকিল আহমেদ জুয়েল ওরফে বাবু, ঢাকা মহানগর দক্ষিণ শান্তিনগর বাজার কমিটি যুবলীগের সাবেক সভাপতি মো. আদম আলী (৪২), ঢাকা মহানগর হকার্স লীগ নেতা মো. সারোয়ার হোসেন (৫৮) এবং ঢাকা মহানগর ছাত্রলীগের সক্রিয় সদস্য আরিফ ইসলাম (১৯)।
এ ছাড়া আরও রয়েছেন―ঢাকা মহানগর ভাটারা থানা ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. রাজু আহমেদ রাজন (৩০), সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি তোফাজ্জল হোসেন (৫৪), শরীয়তপুরের ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মেহেদী হাসান রুবেল (৪২), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. বাদশা মিয়া (৫৭), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. রুবেল শিকদার (৩২), ঢাকা মহানগর দক্ষিণ ৮ নং ওয়ার্ড ১ নং ইউনিট গোপীবাগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ আল সাফায়ের (২৯), মতিঝিল থানা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান মনির চৌধুরী (৫৫), মুন্সীগঞ্জের সিরাজদি খান থানার ৪ নং কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মো. আব্দুর রহিম (৬৬) এবং বরগুনার তালতলী থানার ৫ নং বড়বগী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. তানভীর সিকদার জয় (২৭)।
আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. নিজাম উদ্দিন (৫২), মো. ইসমাইল (২৬), শওকত (৪০), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. রিফাত হোসেন (২৩), মো. রাকিব হোসেন (২৫), লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহ-সম্পাদক আব্দুল কাদের জিলানী (১৯), ফেনীর সদর থানা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার (১৯), ফেনীর সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি তারেকুল ইসলাম (২০), লক্ষ্মীপুরের কমলনগর ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় কর্মী মারুফ হোসেন শান্ত (২৪), লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সদস্য মো. রফিকুল ইসলাম (২৮), লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাকিব হোসেন (২৫), মো. পরান (২৩), কক্সবাজারের রামু থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সরোয়ার কামাল (৩৩) এবং তুরাগ থানা ৫৩ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম (৪২)।
ডিবি দাবি করে জানায়, গ্রেপ্তার সবাই সম্প্রতি রাজধানীতে আকস্মিক ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নকারী কার্যক্রমের অভিযোগে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন