কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সেই কাউন্সিলরের কার্যালয় উচ্ছেদে রাজউকের গড়িমসি

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

পুরান ঢাকার গেণ্ডারিয়ায় শত বছরের পুরোনো ডিআইটি পুকুরটি ব্যক্তিমালিকানাধীন দাবি করে দীর্ঘদিন ধরে মাটি ফেলে ভরাট করছিলেন স্থানীয় প্রভাবশালীরা। সেখানে গড়ে তোলা হয় ক্লাবঘর, কথিত খানকা শরিফ, আসবাব, ডেকোরেটর, রেস্তোরাঁ, চা-বিস্কুটের শতাধিক দোকানসহ রিকশা রাখার স্থান।

দখল নিশ্চিত করতে একটি দোতলা ভবন স্থানীয় ৪৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহানা আক্তারের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। গত ৩ জুন দৈনিক কালবেলায় ‘পুকুর দখল করে মার্কেট, কাউন্সিলরের অফিস’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর ৫ জুন পুকুর ভরাট-দখল ও অবকাঠামো নির্মাণের ওপর স্থিতাবস্থা জারির নির্দেশ দেন হাইকোর্ট। এরপর ৮ জুন পুকুর উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তবে সেদিন পুকুরটি ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হলেও স্থানীয় কাউন্সিলরের কার্যালয়সহ বেশকিছু স্থাপনা ভাঙা হয়নি।

এরই ধারাবাহিকতায় আজ রোববার ফের উচ্ছেদ অভিযানে যাওয়ার ঘোষণা দেয় রাজউক। কিন্তু অভিযানের জন্য দেওয়া নির্ধারিত সময়ে এসে হঠাৎ অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়। শনিবার রাতে রাজউকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম উচ্ছেদ অভিযানের খবর সংগ্রহের আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের বার্তা পাঠিয়ে লেখেন, ১৮ জুন রোববার সকাল ১০টা থেকে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বহুল আলোচিত গেন্ডারিয়ার ডিআইটি পুকুরের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হবে।

তবে উচ্ছেদ অভিযানের জন্য দেওয়া সময়ে এসে ফের তিনি সাংবাদিকদের এক বার্তায় জানান, গেন্ডারিয়ার ডিআইটি পুকুর উচ্ছেদের কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য মাকিদ হাসান নামের রাজউকের এক কর্মকর্তার ফোন নম্বর দেওয়া হয় বার্তায়।

পরে রাজউক কর্মকর্তা মকিদ হাসান বলেন, ডিআইটি পুকুর উদ্ধারে খুব কম সময়ের মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। স্থানীয় কোনো প্রভাবশালীর চাপে নয় বরং হাইকোর্টের স্থগিতাদেশ আছে, তাই অভিযান পরিচালনা করা হয়নি। এই স্থগিতাদেশ সম্পর্কে আগে থেকে জানা ছিল না রাজউকের। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি পুরান ঢাকার গেন্ডারিয়ায় শত বছরের পুরোনো ডিআইটি পুকুর ভরাট-দখল ও অবকাঠামো নির্মাণের ওপর স্থিতাবস্থা জারির নির্দেশ দেন হাইকোর্ট। অর্থাৎ পুকুরটি এখন যেমন আছে, আপাতত সেই অবস্থায়ই রাখতে হবে।

গত ৮ জুন রাজউকের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা ডিআইটি পুকুর পাড়ে মাইকিং করে দোকানপাট থেকে মালামাল সরাতে নির্দেশনা দেন। পরে অভিযান শুরু হলে শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। কিন্তু পশ্চিমপাড় ভরাট করে নির্মিত দোতলা ভবনের সামনে এসে রাজউকের উচ্ছেদ যন্ত্রটি থেমে যায়। এ ভবনেই স্থানীয় ৪৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহানা আক্তারের কার্যালয়। ওইসময় কাউন্সিলরের সমর্থকরা অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করেন। পুলিশ তাদের ধাওয়া দেয়।

একপর্যায়ে কাউন্সিলরের কার্যালয়সহ দুটি স্থাপনা না ভেঙে অভিযান সমাপ্তের ঘোষণা আসে। অভিযান শেষে ফিরে যাওয়ার সময় পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল ছুড়ে হামলা চালানো হয়। এতে শ্যামপুর থানার ওসি মো. নজরুল ইসলাম ও তার দেহরক্ষী কনস্টেবল মহারাজ আহত হন।

তবে পুকুরপাড়ের পশ্চিম দিকে স্থানীয় কাউন্সিলরের কার্যালয়সহ কয়েকটি স্থাপনা না ভেঙে সেই দিনের মতো অভিযান শেষ করা হয়। ওই সময় রাজউকের পক্ষ থেকে জানানো হয়েছিল, সাত দিনের মধ্যে কাউন্সিলরকে স্থাপনা সরাতে বলা হয়েছে। পাশাপাশি দোতলা ভবনের মালিককে নিজ উদ্যোগে তা ভাঙতে সময় দেওয়া হয়েছে। কারণ, সেখানে তৈরি পোশাক কারখানার ভারি যন্ত্রপাতি রাখা আছে। নির্দেশ না মানলে আবার অভিযান চালিয়ে স্থাপনাগুলো ভাঙা হবে।

এরই ধারাবাহিকতায় আজ রোববার অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত অভিযান স্থগিত করল রাজউক।

এর আগে পুকুরটি দখলমুক্ত করার ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। তখন মেয়র বলেন, ডিআইটি পুকুরের জমি নিয়ে সম্পত্তি বিভাগকে জরিপ করতে বলে দিয়েছি। জমির স্বত্ব অনেকেই দাবি করছেন। বিষয়টি খতিয়ে দেখে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। কেউ এটি দখল করতে পারবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর মিরপুরে বিজিবি মোতায়েন

ঘুমের মধ্যে পায়ের রগে টান কেন পড়ে, এটি কীসের লক্ষণ?

এসএমইদের আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন কার্ড চালু করল ব্র্যাক ব্যাংক

দেশীয় সুতার কারখানা বন্ধ হলে আমদানি নির্ভর হয়ে পড়বে পোশাক খাত : বিটিএমএ

রমজানে মসজিদের বাইরে মাইক ব্যবহার নিষিদ্ধ করল সৌদি

এটি শুধু একটি শিরোনাম নয়; সময়ের দাবি

ফুসফুস ক্যানসারের এই ৫ উপসর্গ সাধারণ অসুখ ভেবে এড়িয়ে যাচ্ছেন না তো?

এনআইডি সংশোধন কবে থেকে চালু, জানাল ইসি

টানা ৩ দফা বৃদ্ধির পর দাম কমলো স্বর্ণের

জঙ্গল সলিমপুরে র‍্যাব হত্যাকাণ্ডে গ্রেপ্তার ২

১০

২০ কোটি মানুষের দেশকে এভাবে উপেক্ষা করা হতাশাজনক : আমিনুল ইসলাম

১১

ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, দিল্লিকে পররাষ্ট্র উপদেষ্টার বার্তা

১২

নির্বাচনী প্রচারের প্রথম দিনেই প্রার্থীর গাড়িতে হামলা

১৩

আইসিসি আমাদের সাথে সুবিচার করেনি : আসিফ নজরুল

১৪

রিট খারিজ / কুমিল্লা-১০ আসনে নির্বাচন করতে পারবেন না গফুর ভূঁইয়া

১৫

এবার পারসার সঙ্গে জুটি বাঁধলেন ইয়াশ

১৬

পুকুরে আছড়ে পড়ল ভারতীয় বিমান

১৭

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা নিয়ে যা জানা গেল

১৮

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের

১৯

 ভূত আমাকে ছেড়ে দিয়েছে : মিমি চক্রবর্তী

২০
X