নাটোরের সিংড়ায় লুডু খেলার প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী শিশুর মা থানায় মামলা করেছেন।
এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ধর্ষণের ঘটনা ঘটে।
সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বলেন, অভিযুক্ত মো. রানা নানার বাড়িতে বসবাস করে। ঘটনার দিন ভুক্তভোগী শিশুটির বাড়িতে তার ভাইয়ের সঙ্গে লুডু খেলতে যায় অভিযুক্ত। পরে ভাইকে না পেয়ে শিশুটিকে লুডু খেলার প্রলোভনে ডেকে নেয় সে। শিশুটির মা গোয়াল ঘরে কাজে ব্যস্ত থাকার সুযোগে হাত-মুখ বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায় রানা।
তিনি আরও বলেন, প্রথমে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়। বৃহস্পতিবার শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার পরিবার হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়েছে। অভিযুক্ত যুবককে ধরতে চেষ্টা করছে পুলিশ।
মন্তব্য করুন