কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৩:২২ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৭:২০ এএম
অনলাইন সংস্করণ

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

কাবুলে কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ছবি : সংগৃহীত
কাবুলে কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) মধ্যরাতের দিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো বিমানের মাধ্যমে হামলা চালানো হয়েছে।

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সম্ভাব্য বিমান হামলার ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

এদিকে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আজ এক ঐতিহাসিক সফরে ভারতে গেছেন। সেখানে তিনি ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। এরই মধ্যে দেশটির রাজধানী কাবুলে বিমান হামলার তথ্য শোনা গেছে।

এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালেবানের (টিটিপি) ফাইটারদের পাকিস্তান সীমান্ত থেকে সরাতে আফগানিস্তান তাদের কাছে অর্থ দাবি করেছে। জাতীয় পরিষদে বক্তব্য দেওয়ার সময় অভিযোগ করেন, টিটিপিকে সমর্থন করে যাচ্ছে আফগানিস্তান। সঙ্গে এসব সন্ত্রাসীকে তাদের দেশে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।

খাজা আসিফ অভিযোগ করে বলেন, আমিসহ আইএসআই মহাপরিচালক ২০২৩ সালে কাবুলে গিয়েছিলাম। তখন তাদের বলেছিলাম যেন তারা টিটিপি সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা ও সমর্থন বন্ধ করে, তাদের এলাকা থেকে সরিয়ে দেয় এবং তাদের আস্তানাগুলো ভেঙে দেয়।

তিনি আরও দাবি করেন, তারা (আফগান তালিবান কর্মকর্তারা) আমাদের কাছে ১০ বিলিয়ন রুপি (প্রায় ৩ কোটি ৫০ লাখ ডলার) চেয়েছিল, বলেছিল যে এই অর্থ পেলে তারা তাদের (টিটিপি সদস্যদের) সরিয়ে দেবে। আমরা তাদের কাছে গ্যারান্টি চেয়েছিলাম—অর্থ নেওয়ার পর তারা যে আবার ফিরে আসবে না, তার কী নিশ্চয়তা আছে? তারা কোনো নিশ্চয়তা দিতে রাজি হয়নি।

গত পরশু পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়ায় টিটিপির সন্ত্রাসীদের হামলায় কয়েকজন কর্মকর্তাসহ ১২ সেনা নিহত হয়৷ এ ঘটনার ব্যাপারে খাজা আসিফ বলেছেন, ‘অনেক হয়েছে, আমরা আর সহ্য করব না।’ তার এমন হুমকি-ধমকির পরই মধ্যরাতে কাবুলে সম্ভাব্য বিমান হামলার ঘটনা ঘটেছে।

সূত্র : টিআরটি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়ের আঘাতে আহত বিড়াল, থানায় অভিযোগ

১৫ জানুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে 

যেসব ফল নিয়মিত খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে

বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

৭৮টি ঘুমের ওষুধ খেয়েও কীভাবে বেঁচে আছেন দেবলীনা

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

তেহরানে সাময়িকভাবে বন্ধ হলো ব্রিটিশ দূতাবাস

চট্টগ্রামে প্রায় এক লাখ পোস্টাল ভোট, প্রভাব রাখবে গণভোটেও

বিবাহবার্ষিকীতে ডিভোর্স লেটার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি

এবার কোপা থেকেও রিয়ালের লজ্জার বিদায়

১০

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি রতন

১১

বায়ুদূষণে বিশ্বচ্যাম্পিয়ন ঢাকা

১২

সেলস অফিসার পদে নিয়োগ দিচ্ছে ওয়ালটন

১৩

৭ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা, বইছে শৈত্যপ্রবাহ

১৪

আমান আযমীকে কী বললেন তারেক রহমান 

১৫

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে : মুন্না 

১৬

৫০০ টাকার জন্য খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৭

গ্রিনল্যান্ড নিয়ে বৈঠক: মতবিরোধের আড়ালে ক্ষমতার রাজনীতি

১৮

আংশিক মেঘলা ঢাকার আকাশ, তাপমাত্রা কত?

১৯

গ্যাস সংকটে বেশি বিপাকে চট্টগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীরা

২০
X