কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৩:২২ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৭:২০ এএম
অনলাইন সংস্করণ

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

কাবুলে কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ছবি : সংগৃহীত
কাবুলে কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) মধ্যরাতের দিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো বিমানের মাধ্যমে হামলা চালানো হয়েছে।

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সম্ভাব্য বিমান হামলার ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

এদিকে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আজ এক ঐতিহাসিক সফরে ভারতে গেছেন। সেখানে তিনি ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। এরই মধ্যে দেশটির রাজধানী কাবুলে বিমান হামলার তথ্য শোনা গেছে।

এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালেবানের (টিটিপি) ফাইটারদের পাকিস্তান সীমান্ত থেকে সরাতে আফগানিস্তান তাদের কাছে অর্থ দাবি করেছে। জাতীয় পরিষদে বক্তব্য দেওয়ার সময় অভিযোগ করেন, টিটিপিকে সমর্থন করে যাচ্ছে আফগানিস্তান। সঙ্গে এসব সন্ত্রাসীকে তাদের দেশে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।

খাজা আসিফ অভিযোগ করে বলেন, আমিসহ আইএসআই মহাপরিচালক ২০২৩ সালে কাবুলে গিয়েছিলাম। তখন তাদের বলেছিলাম যেন তারা টিটিপি সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা ও সমর্থন বন্ধ করে, তাদের এলাকা থেকে সরিয়ে দেয় এবং তাদের আস্তানাগুলো ভেঙে দেয়।

তিনি আরও দাবি করেন, তারা (আফগান তালিবান কর্মকর্তারা) আমাদের কাছে ১০ বিলিয়ন রুপি (প্রায় ৩ কোটি ৫০ লাখ ডলার) চেয়েছিল, বলেছিল যে এই অর্থ পেলে তারা তাদের (টিটিপি সদস্যদের) সরিয়ে দেবে। আমরা তাদের কাছে গ্যারান্টি চেয়েছিলাম—অর্থ নেওয়ার পর তারা যে আবার ফিরে আসবে না, তার কী নিশ্চয়তা আছে? তারা কোনো নিশ্চয়তা দিতে রাজি হয়নি।

গত পরশু পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়ায় টিটিপির সন্ত্রাসীদের হামলায় কয়েকজন কর্মকর্তাসহ ১২ সেনা নিহত হয়৷ এ ঘটনার ব্যাপারে খাজা আসিফ বলেছেন, ‘অনেক হয়েছে, আমরা আর সহ্য করব না।’ তার এমন হুমকি-ধমকির পরই মধ্যরাতে কাবুলে সম্ভাব্য বিমান হামলার ঘটনা ঘটেছে।

সূত্র : টিআরটি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেলেন ৭ উদ্যোক্তা

ভিক্ষুকের ঘরে ২ বস্তা টাকা, গুনতে লাগল ৫ ঘণ্টা 

১০ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

গাজায় যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে 

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

গাজা চুক্তিকে ইরান হামলার সঙ্গে যুক্ত করলেন ট্রাম্প

১০ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

নোয়াখালী বিভাগ চেয়ে ইতালিতে প্রবাসীদের স্মারকলিপি

কাবুলে বিস্ফোরণ, ক্ষয়ক্ষতি নিয়ে যা বললেন জবিউল্লাহ মুজাহিদ

‘ওলামা-মাশায়েখদের ত্যাগ-কোরবানি স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

১০

যুদ্ধবিরতিতে গাজার ঘরে ঘরে আনন্দ, রাস্তায় মিছিল

১১

সচেতন হলে ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ সম্ভব : চসিক মেয়র

১২

২০ মাসে মামলার রায়, স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

১৩

ভোটের অধিকার পুনরুদ্ধারই জাতির একমাত্র লক্ষ্য : গয়েশ্বর

১৪

ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেললেন লন্ডন প্রবাসী

১৫

ইসরায়েলের যে কারাগারে বন্দি শহিদুল আলম

১৬

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

১৭

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

১৮

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

১৯

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

২০
X