কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৩:২২ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৭:২০ এএম
অনলাইন সংস্করণ

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

কাবুলে কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ছবি : সংগৃহীত
কাবুলে কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) মধ্যরাতের দিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো বিমানের মাধ্যমে হামলা চালানো হয়েছে।

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সম্ভাব্য বিমান হামলার ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

এদিকে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আজ এক ঐতিহাসিক সফরে ভারতে গেছেন। সেখানে তিনি ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। এরই মধ্যে দেশটির রাজধানী কাবুলে বিমান হামলার তথ্য শোনা গেছে।

এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালেবানের (টিটিপি) ফাইটারদের পাকিস্তান সীমান্ত থেকে সরাতে আফগানিস্তান তাদের কাছে অর্থ দাবি করেছে। জাতীয় পরিষদে বক্তব্য দেওয়ার সময় অভিযোগ করেন, টিটিপিকে সমর্থন করে যাচ্ছে আফগানিস্তান। সঙ্গে এসব সন্ত্রাসীকে তাদের দেশে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।

খাজা আসিফ অভিযোগ করে বলেন, আমিসহ আইএসআই মহাপরিচালক ২০২৩ সালে কাবুলে গিয়েছিলাম। তখন তাদের বলেছিলাম যেন তারা টিটিপি সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা ও সমর্থন বন্ধ করে, তাদের এলাকা থেকে সরিয়ে দেয় এবং তাদের আস্তানাগুলো ভেঙে দেয়।

তিনি আরও দাবি করেন, তারা (আফগান তালিবান কর্মকর্তারা) আমাদের কাছে ১০ বিলিয়ন রুপি (প্রায় ৩ কোটি ৫০ লাখ ডলার) চেয়েছিল, বলেছিল যে এই অর্থ পেলে তারা তাদের (টিটিপি সদস্যদের) সরিয়ে দেবে। আমরা তাদের কাছে গ্যারান্টি চেয়েছিলাম—অর্থ নেওয়ার পর তারা যে আবার ফিরে আসবে না, তার কী নিশ্চয়তা আছে? তারা কোনো নিশ্চয়তা দিতে রাজি হয়নি।

গত পরশু পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়ায় টিটিপির সন্ত্রাসীদের হামলায় কয়েকজন কর্মকর্তাসহ ১২ সেনা নিহত হয়৷ এ ঘটনার ব্যাপারে খাজা আসিফ বলেছেন, ‘অনেক হয়েছে, আমরা আর সহ্য করব না।’ তার এমন হুমকি-ধমকির পরই মধ্যরাতে কাবুলে সম্ভাব্য বিমান হামলার ঘটনা ঘটেছে।

সূত্র : টিআরটি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুর সর্বশেষ অবস্থা

সকালের যেসব অভ্যাসে বাড়তে পারে হার্টের অ্যাটাকের ঝুঁকি

আড়ংয়ে চাকরির সুযোগ

রাজধানীতে আজ কোথায় কী

এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ

থাকা-খাওয়ার সুবিধাসহ আরএফএল গ্রুপে নিয়োগ

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

নিরাপত্তা নিয়ে শঙ্কা, আইপিএলের দুই ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে

শাকসু নির্বাচন ঘিরে উত্তপ্ত শাবিপ্রবি, সিদ্ধান্তহীনতায় নির্বাচন কমিশন

১০

প্রশাসন কোনো দলের দালালি করলে জনগণ কঠিন জবাব দেবে: ইশরাক

১১

আড়াইঘণ্টা পর নিয়ন্ত্রণে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের আগুন

১২

আসিফ নজরুলের মন্তব্য নিয়ে এবার মুখ খুলল আইসিসি

১৩

আলোনসোকে বরখাস্ত করল রিয়াল, জানাল নতুন কোচের নাম

১৪

১৫ স্যাটেলাইট ও একটি কৃত্রিম উপগ্রহ নিয়ে ছিটকে পড়ল ভারতের রকেট

১৫

ঢাকায় এসে নতুন মার্কিন রাষ্ট্রদূতের উচ্ছ্বাস প্রকাশ

১৬

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে উত্তাল শাবিপ্রবি

১৭

বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে কী বলা হয়েছে

১৮

মারা গেলেন ১৫ বছর বয়সে অভিষেক হওয়া সেই ক্রিকেটার

১৯

তাহেরির স্ত্রীর কোনো স্বর্ণ নেই, নিজের আছে ৩১ ভরি

২০
X