ভারতের উত্তরপ্রদেশে পরকীয়ার জেরে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। স্বামী দূরে থাকায় এক গৃহবধূর সঙ্গে প্রতিবেশী তরুণের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সেই সম্পর্কের পরিণতি হয়েছে ভয়াবহভাবে। মাঝরাতে প্রেমিককে ডেকে এনে তার যৌনাঙ্গ কেটে দিয়েছেন ওই গৃহবধূ—এমনই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুর জেলার সরপতা থানার দাখা গ্রামে।
জানা গেছে, অভিযুক্ত নারীর স্বামী কর্মসূত্রে গুজরাটে থাকেন। তাই দুই সন্তান নিয়ে গ্রামের বাড়িতে একাই থাকতেন তিনি। স্বামীর অনুপস্থিতিতে ২২ বছর বয়সী এক প্রতিবেশী তরুণের সঙ্গে গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ওই গৃহবধূ।
এক পর্যায়ে মঙ্গলবার গভীর রাতে তিনি প্রেমিককে ফোন করে বলেন, ‘বাড়িতে কেউ নেই, মাঝরাতে এসো।’ কিন্তু প্রেমিক দেখা করতে যাওয়ার পরে কোনো কারণে তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। তখনই রেগে গিয়ে ওই বধূ তার প্রেমিকের যৌনাঙ্গ কেটে ফেলেন বলে অভিযোগ।
এ সময় আহত তরুণের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় তাকে মাটিতে লুটিয়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে তরুণকে উদ্ধার করে প্রথমে জৌনপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বারাণসীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
জৌনপুরের শাহগঞ্জ সার্কেল অফিসার অজিত সিং চৌহান জানান, আহত তরুণ চিকিৎসাধীন। অভিযুক্ত গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
মন্তব্য করুন