ফ্যাসিবাদবিরোধী ১৭টি ছাত্র সংগঠনের সঙ্গে গোলটেবিল বৈঠক করেছে জাগপা ছাত্রলীগ। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ মরহুম শফিউল আলম প্রধান মিলনায়তনে জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার ও জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধের দাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ছাত্র সংগঠনগুলোর নেতারা বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি ও সাংবিধানিক স্বীকৃতি ছাড়া জাতীয় নির্বাচন হলে বাংলাদেশের ছাত্র সমাজ ও নতুন প্রজন্ম ঝুঁকিতে পড়বে। একই সঙ্গে বাংলাদেশের শাসন ব্যবস্থাও হুমকির মুখে পড়তে পারে।’
ছাত্রশিবিরের অফিস সম্পাদক সিফগাতুল্লাহ বলেন, ‘বিগত ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব ছাত্র সংগঠনগুলোকে নিতে হবে। জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জনগণের যে ঐক্য নিশ্চিত হয়েছে, সেটাকে রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে।’
সভাপতির বক্তব্যে জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন দেওয়ার চেষ্টা হলে এ দেশের ছাত্র সমাজ আবারও রাজপথে নামতে বাধ্য হবে। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার এবং রাজনৈতিকভাবে তাদের নিষিদ্ধ করতে হবে।’
জাগপা ছাত্রলীগের এই গোলটেবিল বৈঠক শেষে চা-চক্র আড্ডায় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, ‘আমরা সতের বছর আন্দোলন-সংগ্রাম করে এ দেশ থেকে ফ্যাসিবাদকে বিদায় করেছি। কিন্তু পতিত ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। এ জন্য ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে হবে। দেশের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ জাগপা ছাত্রলীগের প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি খায়রুল ইসলাম মারজান, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ, জাগপা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের সভাপতি আমির জিহাদী, খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি আবুল দারদা সুজন, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, জুলাই ফোর্স আহ্বায়ক মোশাররফ হোসেন, ছাত্র ফোরামের সাবেক সভাপতি সানজিত রহমান শুভ, বাংলাদেশ ছাত্রপক্ষ (এবি পার্টি) সভাপতি মোহাম্মদ প্রিন্স, ছাত্র জমিয়ত বাংলাদেশ সভাপতি খালেদ মাহমুদ, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন সাবেক সভাপতি আহমেদ ইসহাক, ছাত্র ফোরামের সভাপতি রিয়াদ হাসান, ন্যাশনাল ছাত্র মিশনের সভাপতি রেজাউল ইসলাম, ছাত্র জমিয়ত বাংলাদেশের যুগ্ম সেক্রেটারি শেখ মইনুল ইসলাম, মুসলিম ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক কাউসার আলম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস প্রচার ও প্রকাশনা মাহমুদুল হাসান তোহা, বাংলাদেশ খেলাফত মজলিস দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ, জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক আরিয়ান শরীফ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, ধর্ম সম্পাদক মাহবুব আলম নীরব, প্রোগ্রাম ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম প্রমুখ।
মন্তব্য করুন