রাজধানীর ডেমরায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দ্রুত বাস নিয়ে পালিয়ে গেছেন বাসচালক। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।
বুধবার (০৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ডেমরার নন্দীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নন্দীপাড়া থেকে এক যাত্রীকে নিয়ে স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিল অটোরিকশা। এ সময় রামপুরার দিকে আসা একটি বাস আমুলিয়া পূর্বপাড়া মসজিদের কাছে পৌঁছালে যান দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি।
ঘটনাস্থলেই প্রাণ হারান আরোহী শাহ আলম ভূইয়া। আর গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক শাওনকে নিয়ে যাওয়া হয় পাশের একটি হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি, চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনিও।
ডেমরা থানার উপ-পরিদর্শক মাঈনুল হোসেন সুমন জানান, ঘটনার পরই বাসসহ পালিয়ে গেছেন চালক। তাই চিহ্নিত করা যায়নি। তবে এ দুর্ঘটনায় সড়ক পরিবহণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন