রাজধানীর মহাখালীর আমতলীর ১৪ তলা খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭ প্ল্যাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকাল ৫টা ৭ মিনিটে ওই ভবনে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, অগ্নি-নির্বাপণের কাজে সহায়তা করতে ২ প্ল্যাটুন আনসার এবং ৫ প্ল্যাটুন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে আরও যুক্ত হয় ১০টি ইউনিট। ঘটনাস্থলে বর্তমানে ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রাজধানীর মহাখালী খাজা টাওয়ারের অগ্নিনির্বাপণে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী ফায়ার সার্ভিসের সহায়তায় যোগদান করেছে বলে জানিয়েছে আইএসপিআর।
মন্তব্য করুন