রাজধানীর যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) ৯টা ৫৭ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার সামনে ঘটনাটি ঘটে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।
এর আগে রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত সোয়া ৮টার পর আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন নিয়ন্ত্রণে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
মন্তব্য করুন