

চট্টগ্রামে সড়কের পাশে রাখা সিটি সার্ভিসের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। রোববার (১৬ নভেম্বর) মধ্যরাতে কাঠগড় এলাকায় এ ঘটনা ঘটে। বাসে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, রাত দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে তাদের একটি গাড়ি গিয়ে আগুন নেভায়। এর আগে বেশ কিছু অংশ পুড়ে যায়।
পতেঙ্গা থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, রোববার রাত দেড়টার দিকে মোটরসাইকেলে করে আসা দুই যুবক বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। বাসে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মন্তব্য করুন