সরকারের পদত্যাগের ও দ্বাদশ নির্বাচনী তপশিল বাতিলের রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সোমবার (৪ ডিসেম্বর) শান্তিনগরে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমানের নেতৃত্বে এ মিছিল বের হয়।
মিছিলে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ও পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওলী উদ্দিন বাবলু, স্বেচ্ছাসেবক দল মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সদস্য শাহাদাত হোসেন মারুফসহ ঢাকা মহানগর, দক্ষিণের বিভিন্ন থানা ওয়ার্ডের নেতারা।
উল্লেখ্য, বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার নবম ধাপের অবরোধ চলছে; যা চলবে আগামীকাল মঙ্গলবার ভোর ৬টায় পর্যন্ত।
মন্তব্য করুন