জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার চতুর্থ জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ১০টায় এ জামাত শুরু হয়। নামাজ ও খুতবা শেষে করা হয় মোনাজাত।
নামাজে ইমামের দায়িত্ব পালন করেছেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মো. আনিসুজ্জামান সিকদার এবং মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম হাফেজ মো. রুহুল আমিন। এর আগে সকাল ৯টায় তৃতীয় জামাত, ৮টায় দ্বিতীয় ও ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই ঈদের জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসতে শুরু করে। প্রথম জামাতে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।
মন্তব্য করুন