রাজধানীর মিরপুরের পলাশনগর বেলতলায় মারুফ এন্টারপ্রাইজ নামের একটি অবৈধ কয়েল ফ্যক্টরিতে ৫ রকমের অনুমোদনহীন মশার কয়েল উৎপাদন করায় ৩০ হাজার টাকা জরিমানার পাশাপাশি কারখানার বন্ধ করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (১৭ ডিসেম্বর) গোপন তথ্যের সূত্র ধরে সংস্থাটি পল্লবী থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে দেখা যায় একটি কারখানায় তৈরিকৃত কয়েল ৫ রকমের প্যাকেটে ঢুকিয়ে বাজারে বিক্রয়ের জন্য প্রস্তত করা হচ্ছে। নিজের নামে মুন্সি নিমপাতাসহ, ম্যাজিন, ম্যাজিন প্লাস, ডার্ক ম্যাজিক, এলার্ট, ঈগল ম্যাক্স কয়েলের শতাধিক কয়েলের কার্টুন পাওয়া যায়।
সংস্থাটির ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) আব্দুস সালাম বলেন, কারখানাটি অবৈধভাবে গড়ে তোলা হয়েছে। বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই। এর সাথে অনুমোদন না থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার। একই ব্যক্তির নামে ৫ রকমের কয়েল রয়েছে, যা সরসরি ভোক্তার সাথে প্রতারণা।
যদিও কারখানার মালিক উপস্থিত ছিলেন না। কর্মচারীরা জানান, মালিক অন্য জায়গা থেকে কয়েল নিয়ে এসে, এখানে তার নামে প্যাকেজিং করে বিক্রি করে।
মন্তব্য করুন