রাজধানীর যাত্রাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে প্রাণ হারালেন শরিফ হোসেন (৩৮) নামের এক মোটরসাইকেলচলক।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর ধোলাইপাড় অংশে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফারজানা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হানিফ ফ্লাইওভারে ধোলাইপাড়ের ঢাল দিয়ে উঠছিলেন ওই ব্যক্তি। মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে, ছিটকে পড়ে দেশ ট্রাভেলস পরিবহনের একটি বাসের চাকার নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই বাসটি চালকসহ জব্দ করা হয়েছে। আর নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলা প্রক্রিয়াধীন। নিহত শরিফের বাবার নাম মোবারক আলী। তার বিস্তারিত ঠিকানা জানা যায়নি।
মন্তব্য করুন