রাজধানীতে ইয়াবাসহ মো. পারভেজ (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় মিরপুর মডেল থানার মিরপুর ৬ নম্বর সেকশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পারভেজ ইয়াবা বিক্রেতা এবং প্রাইভেটকারে ঘুরে ঘুরে তা বিক্রি করতেন বলে কালবেলাকে জানিয়েছেন মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন।
তিনি জানান, গ্রেপ্তার পারভেজ একজন ছদ্মবেশী ইয়াবা বিক্রেতা। তিনি ভাড়ায় প্রাইভেটকার চালান। মূলত তিনি প্রাইভেটকার চালানোর আড়ালেই ইয়াবা বিক্রি করেন। প্রাইভেটকার নিয়ে তিনি বিভিন্ন স্থানে ঘুরেন। এরপর রাত হলেই বিভিন্ন ক্রেতার কাছে তা পৌঁছে দেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় মিরপুর ৬ নম্বর সেকশন থেকে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।
মন্তব্য করুন