ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আগুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ঘটনার সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা কালবেলাকে জানিয়েছেন।
নিষিদ্ধ পলিথিন ধ্বংসের সময় হঠাৎ আগুনের তীব্রতা বেড়ে যায় বলে জানিয়েছেন তারা। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী একজন আইনজীবী জানান, দুপুরে দিকে এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানার পাশে নিষিদ্ধ পলিথিন ধ্বংসের সময় হঠাৎ আগুনের তীব্রতা বেড়ে যাওয়া থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
মন্তব্য করুন