‘এগিয়ে রাখে কালবেলা’ এ স্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরে পালিত হলো বাংলাদেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকা ‘দৈনিক কালবেলা’-এর নবযাত্রার প্রথম বর্ষপূর্তি।
মাদারীপুর জেলা প্রতিনিধি কে এম রাশেদ কামালে সভাপতিত্বে চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি মো. রাহাত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ষপূর্তির আনন্দ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি করেন সাংবাদিক শফিক স্বপন।
সাংবাদিক কল্যাণ সমিতির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউজ ২৪ চ্যানেলের জেলা প্রতিনিধি বেলাল রিজভী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি রিপনচন্দ্র মল্লিক, মৈত্রী মিডিয়ার সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিধান মজুমদার অনি, দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম আরো উপস্থিত ছিলেন সাংবাদিক নাজমুল হোসেন, অজয় কুন্ড, রাকিব হোসেন, সৈয়দ রাকিবুল ইসলাম, শাহরিয়ার তুহিন, জাহিদুল ইসলাম, আক্তার হোসেন বাবুল, ইমদাদুল হক মিলন, জাহিদ হাসান, মো. মিলন, মামুন, আরিফুর রহমান, মাসুদুর রহমান, আরিফুর রহমান মোল্লা, মীর ইমরান, জাহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির কেক কাটার পর সাংবাদিক কল্যাণ সমিতি থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্য করুন