আঁধার পেরিয়ে স্লোগানে প্রথমবর্ষ পেরিয়ে দ্বিতীয়বর্ষে পদার্পণ করল বহুল প্রচারিত পত্রিকা দৈনিক কালবেলা। এই উপলক্ষে নওগাঁয় নানা আয়োজনে পালন করা হলো প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রেস ক্লাব মিলনায়তন থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
এরপর সেখানে কেক কেটে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল আই নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পুলিশ সুপার (সাময়িক দায়িত্বে) গাজিউর রহমান।
চ্যানেল ২৪ এর স্টাফ রিপোটার হারুন অর রশিদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিভি জার্নালিস্ট এসোসিয়শনের সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি রায়হান আলম, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টিভির স্টাফ রিপোর্টার শফিক ছোটন ও দৈনিক কালবেলার নওগাঁ জেলা প্রতিনিধি বিকাশ চন্দ্র প্রামানিক। শেষে কালবেলা পরিবারের পক্ষ থেকে শারদীয় দুর্গোউৎসব উপলক্ষে ১৫ জন দারিদ্র্য শিশু-কিশোরের মধ্যে নতুন পোশাক দেওয়া হয়।
মন্তব্য করুন