চট্টগ্রামে বন্যার পানিতে নিখোঁজ দাদা-নাতির লাশ উদ্ধার হয়েছে। জেলার চন্দনাইশে পূর্ব দোহাজারী থেকে জামিরজুরি নিজ বাড়িতে যাওয়ার পথে বন্যার পানির স্রোতে ভেসে যান।
গতকাল বিকেলে দোহাজারির রেলওয়েস্থ কাছেমুল উলুম মাদ্রাসার পাশ থেকে নাতি আনাছের (১২) লাশ উদ্ধার হলেও নিখোঁজ ছিল দাদা আবু সৈয়দ (৭৫)।
একদিন পর বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে দোহাজারি জামিরজুরি এলাকার জব্বার সওদাগরের বাড়ির পাশ থেকে উদ্ধার হয় দাদা আবু সৈয়দের লাশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৮ আগস্ট) সকালে গ্রামের বাড়িতে যাওয়ার সময় বন্যার প্রবল স্রোতে ভেসে যান তারা দুজন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাদের দুজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন