কক্সবাজারে আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আশরাফুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সদস্যরা। সোমবার রাতে তাকে আটক করা হয়। পুলিশ বলছে, সাইফুদ্দিনকে হত্যার কথা স্বীকার করেছে আশরাফ।
আশরাফুল ইসলাম কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলীর ইসলামপুর এলাকার হাশেম মাঝির ছেলে। তার পৈত্রিক নিবাস মিয়ানমারে জানিয়েছেন স্থানীয়রা।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ রোখন জামান তার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, রাত পৌনে ১২টার দিকে আশরাফকে আটক করা হয়েছে। বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।
উল্লেখ্য সোমবার দুপুরে কক্সবাজার শহরের হলিডে মোড় এলাকার একটি আবাসিক হোটেল সানমুন থেকে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুদ্দিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। হোটেল থেকে বের হওয়ার ভিডিও ফুটেজ ভাইরাল হলে স্থানীয়দের মাধ্যমে আশরাফুল ইসলামকে শনাক্ত করা হয়।
মন্তব্য করুন