ঢাকার সাভারে গোলাম কিবরিয়া নামক এক সাবেক শিক্ষককে হত্যার পর সমকামিতার অভিযোগের চিরকুট লিখে ফেলে রাখার ঘটনায় ইমনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২১ আগস্ট) রাতে ঘটনায় জড়িত তিনজনকে যশোর, ঝিনাইদহ ও রংপুর থেকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। সেই সঙ্গে লুটকৃত ৫ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
মন্তব্য করুন