চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ মে ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘আ.লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে নতুন অভ্যুত্থান হবে’

চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি : কালবেলা
চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি : কালবেলা

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম। শুক্রবার (২ মে) বিকেলে নগরীর চেরাগী মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, প্রয়োজনে নতুন অভ্যুত্থান হবে, তারপরও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

এনসিপির কেন্দ্রীয় সদস্য নীলা আফরোজ বলেন, ২০০৯ সালের পিলখানায় সেনা অফিসারদের হত্যা করে বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম স্তম্ভ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে আওয়ামী লীগ। সাগর-রুনিকে হত্যা করে সাংবাদিকদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে তারা। ২০০৮ থেকে ২০২৪ এই ১৬ বছরে ভারতের প্রেসক্রিপশনে দেশকে পরিচালিত করে বাংলাদেশ রাষ্ট্রকেই নস্যাৎ করে দিতে চেয়েছে। আওয়ামী লীগের দেশবিরোধী, গণমানুষবিরোধী এসব কর্মকাণ্ডের বিচার করতে হবে।

এনসিপির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিম বলেন, ২০১৩ সালের মে মাসে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ। এরকম অসংখ্য গণহত্যা করেছে তারা। পিলখানা হত্যাকাণ্ড, সাগর-রুনি হত্যাকাণ্ডসহ অসংখ্য অপরাধ তারা ঘটিয়েছে। ভিন্ন চিন্তার রাজনীতিকদের স্বাভাবিক চলাফেরা ব্যাহত করতে এবং তাদের রাজনীতি নস্যাৎ করার জন্যে তারা গুমের মতো অপরাধ সংগঠিত করেছে হাজার হাজার। আর কয়টা গুম, খুন, হত্যা করলে এদের নিষিদ্ধ করা হবে? প্রয়োজনে নতুন অভ্যুত্থান হবে, তারপরও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

এনসিপির কেন্দ্রীয় সদস্য জোবায়েরুল আলম বলেন, সরকারকে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তাদের বাকশালী সংবিধানকে ছুড়ে ফেলে দিয়ে নতুনরূপে বাংলাদেশকে সাজাতে হবে। এই দায়িত্ব বাংলাদেশের তরুণ-যুব সমাজ কাঁধে নিয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার নিয়ে এনসিপি সোচ্চার থাকবে।

এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় যুগ্ম সংগঠক ইমন সৈয়দ বলেন, বিগত ১৬-১৭ বছরে অগণিত নিরীহ নিরাপরাধ জনগণের প্রাণ কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। জুলাইয়ে দুই হাজার শহীদ, অর্ধ লক্ষাধিক আন্দোলনকারীদের আহত করে তাদের কর্মক্ষমতা, সুষ্ঠুভাবে বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে তারা। আওয়ামী লীগ নিষিদ্ধ করার এই ঘোষণা এসেছে শহীদ পরিবার থেকে, আহতদের আর্তনাদ থেকে।

তিনি বলেন, ১৬ বছরে গুম-খুন ও নির্যাতিত হওয়া বাংলাদেশের মালিক জনগণ। কোনো সুশীল, উপদেষ্টা, রাজনীতিবিদ আওয়ামী লীগের হয়ে কথা বললে তাদেরকে দেশের জনগণ মেনে নেবে না। আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা ছাড়া কোনো ধরনের নির্বাচনী ইশতেহার জনগণ মেনে নেবে না। তাদের সব প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। ইন্টেরিম গভর্নমেন্টের উচিত ছিল আওয়ামী প্রশ্নে সুস্পষ্ট অবস্থান নেওয়া। তাদের নিবন্ধন বাতিলে আপনারা তৎপরতা দেখাচ্ছেন না। আপনাদের সরকারে বসানোর জন্য জনতা আন্দোলন করেনি। আওয়ামী লীগ নিষিদ্ধ করা, তাদের বিচার করা ও দেশকে ঢেলে সাজানোর এক মহান দায়িত্ব দিয়ে আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে। কিন্তু আপনারা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, অনতিবিলম্বে আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করুন।

এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় যুগ্ম সংগঠক জোবায়রুল হাসান আরিফ বলেন, মুজিবের জানাজায় মানুষ অংশ নেয়নি। খুনি হাসিনা যেদিন পালিয়ে যায় সেদিনও আওয়ামী খুনিরা নৃশংসতা চালিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিয়েছে। অন্তর্বর্তী সরকারকে বলব, তাদের রাজনীতি নিষিদ্ধ করে এবং বিচার করে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন।

ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, যারা আদালতে আপনাকে সামান্য নাগরিক অধিকার দেয়নি, দেশের জনগণকে বিচারের নামে প্রহসন করেছে তাদের সুযোগ দেবেন না। তাদের নিষিদ্ধ করার সব প্রসেস হাতে নিন, নয়তো জনগণ ফ্যাসিস্ট নির্মূল করতে না পারার দায় আপনাকেও দিতে বাধ্য থাকবে। যারাই লীগকে বৈধতা দিয়েছে তারা সবাই পরে করুণ ফলাফল ভোগ করেছে। আওয়ামী লীগের হাতেই তারা নির্যাতিত হয়েছে। লীগের দুর্নীতিবাজ নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করলে লীগের ঝটিকা মিছিল বন্ধ হয়ে যাবে। লীগের রাজনীতি করতে দেওয়া বাংলাদেশকে ইন্ডিয়ার করদরাজ্য বানানোর নামান্তর। প্রয়োজনে লীগ নিষিদ্ধের জন্য গণভোট করতে বলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক পাঙাস সাড়ে ২৩ হাজারে বিক্রি

সিলেট-ঢাকা মহাসড়কে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

পুতিনকে নিজের গাড়িতে ডেকে নিলেন ট্রাম্প

‘প্রতিভাবানদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করবে বিএনপি’

বিবিসির বিশ্লেষণ / যুক্তরাষ্ট্রের মাটিতে পুতিনকে যে কারণে গ্রেপ্তার করা যাবে না

স্বাস্থ্য পরামর্শ / নতুন আতঙ্কের নাম জিকা ভাইরাস

এনসিপি নির্বাচনে অংশ নেবে না, যদি…

আলাস্কায় ট্রাম্প-পুতিনের বৈঠক শুরু, যুদ্ধ বন্ধের প্রত্যাশা

‘সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে বিএনপি অঙ্গীকারবদ্ধ’

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন

১০

সাদা পাথর লুটের ঘটনায় ১৫০০ জনের নামে মামলা

১১

‘জামায়াত এখন মধু খাচ্ছে তাই নির্বাচন চায় না’

১২

মহাসড়ক যেন মৃত্যুকূপ, পিছু ছাড়ে না দুর্ঘটনা

১৩

সাড়ে ৪ হাজার মানুষ পানিবন্দি, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র

১৪

চট্টগ্রাম-ঢাকায় পাইপ লাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু শনিবার

১৫

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক : মোস্তাফিজুর রহমান

১৬

কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে

১৭

যমুনার পানি বিপৎসীমা অতিক্রমের হুমকিতে

১৮

ডাকসুতে ছাত্রদলের যারা প্রার্থী হতে পারেন

১৯

মামলা প্রত্যাহারসহ দুই ওসির অপসারণ দাবি

২০
X