আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জনগণ নির্বাচন হতে দেবে না : লোকমান শাহ্

অ্যাডভোকেট লোকমান শাহ্। ছবি : সংগৃহীত
অ্যাডভোকেট লোকমান শাহ্। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকার ভয় পায়, তাই খালেদা জিয়াকে কারাগারে বন্দি রেখে সরকার প্রহসনের নির্বাচন করতে চায়। সারা দেশের মানুষ দেশনেত্রীর মুক্তির জন্য আজ রাজপথে নেমেছে বলে মন্তব্য করেছেন খালেদা জিয়া মুক্তিমঞ্চের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাডভোকেট লোকমান শাহ্।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে দেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে দেশনেত্রীকে মুক্ত করেই জনগণ ঘরে ফিরবে।

রোববার (২৭ আগস্ট) দুপুরে অ্যাডভোকেট লোকমান শাহ তার চেম্বারে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে গণতন্ত্র থাকলে আজ হাজার হাজার মানুষ কীভাবে নির্বাসনে রয়েছে। রাজপথে কেন মিছিল মিটিং করতে দিচ্ছে না? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদল করার অপরাধে ছয়জন মেধাবী ছাত্রকে রাতের আঁধারে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেল কেন?

দ্রব্যমূল্য নিয়ে তিনি বলেন, মানুষ একমুঠো খাবারের জন্য আন্দোলন করছে, ব্যবসায়ীরা সরকারের সঙ্গে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়াচ্ছে। বাজারে গেলে পকেটে হাত দিতে মানুষ ভয় পায়। দেশের অধিকাংশ মানুষ গরিব, এই সরকার দ্রব্যমূল্য বাড়িয়ে গরিবের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সরকারের অধীনে দুটি নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, ইভিএম এ ভোট দেখেছি- তারা কোনো নির্বাচনে নিরপেক্ষতা প্রমাণ করতে পারেনি। তাই নিরপেক্ষ সরকার ছাড়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে কোনো প্রহসনের নির্বাচন করতে দেবে না জনগণ।

নির্বাচনের প্রার্থিতা নিয়ে তিনি বলেন, আমি ছাত্র রাজনীতি করে তৃণমূল থেকে উঠে আসা জিয়ার সৈনিক, আনোয়ারা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ও যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছি। বর্তমানে সদস্য আহ্বায়ক কমিটি আনোয়ারা উপজেলা বিএনপি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চের কেন্দ্রীয় সদস্য সচিবের দায়িত্ব পালন করছি। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে বেগম খালেদা জিয়ার মুক্তির পর দেশনায়ক তারেক রহমান যদি মনে করেন আমি যোগ্য প্রার্থী তবে আমি নির্বাচন করব। দলের সর্বোচ্চ সিদ্ধান্ত দেবেন বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান।

তিনি আরও বলেন, অতীতে যারা দল থেকে নির্বাচন করেছে, দল ক্ষমতা থেকে যাওয়ার পর নেতাকর্মীরা তাদের কতটুকু কাছে পেয়েছে এই মূল্যায়ন কর্মীরা করবে। আমি আন্দোলন সংগ্রামে রাজপথে আছি। দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন করব। এই জন্য আমি আনোয়ারা ও কর্ণফুলীর মানুষের সহযোগিতা কামনা করছি। মানুষের পাশে থেকে সেবা দিতে পারলে শান্তি পাব। তাই সবার দোয়া কামনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআরইউ নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

সহকারী শিক্ষক নিয়োগ : ৬ শর্তে উত্তীর্ণ ৬৯২৬৫ প্রার্থী

‘বিএনপির বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিচলিত নয় জমিয়ত’

নতুন রেকর্ড গড়ে স্বর্ণের ভরি আড়াই লাখ টাকা ছাড়াল 

মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ : জামায়াত আমির

স্বামীর নির্বাচনী প্রচারে মাঠে নামলেন নাসরিন আউয়াল মিন্টু

শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ ঢাকা কলেজের সদস্য সংগ্রহ সপ্তাহ শুরু

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন? এখনই যে কাজ না করলে বিপদ

বিস্কুটে ছোট ছোট ছিদ্র থাকে কেন? অবাক করা কারণ জেনে নিন

সারা দেশে বহিষ্কার করা নেতাকর্মীদের তথ্য জানাল বিএনপি

১০

ভোটার তালিকা সংশোধন নিয়ে ক্ষোভ বাড়ছে ভারতে

১১

আইসিসির বোর্ড সভায় একটি দেশ পক্ষে ছিল বাংলাদেশের! 

১২

তারেক রহমানের জনসভায় নাশকতার শঙ্কা নেই : এসএমপি কমিশনার

১৩

সিলেটে পৌঁছেছেন তারেক রহমান

১৪

আরও শক্তি বাড়াল মোস্তাফিজের সাবেক দল

১৫

সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার

১৬

ট্রাম্পের আমন্ত্রণে ‘বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে পাকিস্তান

১৭

সিলেটের পথে তারেক রহমান

১৮

সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান উপদেষ্টা ফরিদার

১৯

প্রিয়াঙ্কার স্মৃতিচারণ

২০
X