নগরের পলো গ্রাউন্ড মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র সমাবেশে যোগ দিতে চট্টগ্রামে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তরুণদের উদ্বুদ্ধ করতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
শনিবার (১০ মে) বেলা ১১টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মাহাবুবের রহমান শামীম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমানসহ আরও অনেকে।
মন্তব্য করুন