সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসা নিতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসপাতালে এলো আহত বানর

আহত বানরটিকে চিকিৎসা দিচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
আহত বানরটিকে চিকিৎসা দিচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

‘জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর’- এই কথাটি ফলেছে যেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদের হাতে। পরপর তিন দিন হাসপাতালে চিকিৎসা নিতে আসে শরীরে ক্ষত নিয়ে একটি বানর। কিন্তু প্রথম যেদিন বানরটি স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিল ওইদিন স্বাস্থ্য কর্মকর্তা প্রাণিসম্পদ কর্মকর্তাকে বিষয়টি জানান। প্রাণিসম্পদ কর্মকর্তারা কেউ আসেননি আহত বানরটিকে সেবা দিতে।

প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, আমাদের দায়িত্ব চিকিৎসা দেওয়ার, উদ্ধারের দায়িত্ব আমাদের নয়। বন বিভাগের কর্মকর্তারা বানরটিকে উদ্ধার করবে।

অন্যদিকে বন বিভাগের কর্মকর্তারা জানান, একটি বন্যপ্রাণী যদি সাধারণ মানুষের ক্ষতি করে তাহলে সেটির দায়িত্ব বন কর্মকর্তাদের। কিন্তু বানরটি কারও ক্ষতি করছে না। চিকিৎসার জন্যই হাসপাতালের দ্বারে দ্বারে বানরটি ঘুরছে।

তৃতীয় দিনের মতো সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বানরটি পুনরায় আসে হাসপাতালের বারান্দায়। আবারও প্রাথমিক চিকিৎসা দিয়ে বানরটিকে ছেড়ে দেওয়া হয়। দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম থেকে বন্যপ্রাণী সংরক্ষণের একটি টিম মেডিকেলের ভেতর থেকে বানরটিকে উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরে খাদ্যের সন্ধানে একটি বানর লোকালয়ে এসে বিভিন্ন জায়গায় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু দুদিন আগে বানরটি বৈদ্যুতিক শক লেগে শরীর পুড়ে যায়। একপর্যায়ে পুড়ে যাওয়া বানরের শরীরে পচন ধরে। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে বানরটি সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে শরীরে ক্ষত নিয়ে বসে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যাপারে প্রাণিসম্পদ কর্মকর্তা তাহমিনা আরজুর সঙ্গে কথা বললে তিনি কালবেলাকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বানরের বিষয়টি জানালে আমি বন বিভাগের কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছি বানরটিকে ধরে দেওয়ার জন্য। কিন্তু তারা বানরটি ধরে দেননি।

এ ছাড়াও তিনি আরও বলেন, বনের পশুপাখির মালিক বন বিভাগের কর্মকর্তারা। তারা চাইলে আমি খুব সহজেই বানরটিকে চিকিৎসা দিতে পারতাম।

উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা কামাল হোসেন কালবেলাকে বলেন, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে একটি ভ্রাম্যমাণ গাড়ি দেওয়া আছে যেন দ্রুত যে কোনো প্রাণীর চিকিৎসা দেওয়া যায়। কোনো বন্য পশুপাখি যদি সাধারণ জনগণের ক্ষতি করে তাহলে অবশেষে আমরা উদ্ধার করতাম। কিন্তু বানরটি তো কারো ক্ষতি করতেছে না।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ কালবেলাকে বলেন, রোববার বানরটিকে ক্ষত অবস্থায় মেডিকেলে বারান্দায় পড়ে থাকতে দেখে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে বিষয়টি জানাই। কিন্তু তারা কেউ এলেন না। পরে বানরটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলে বানরটি বনের দিকে চলে যায়। তৃতীয় দিনের মতো আজকেও হাসপাতালের বারান্দায় এসেছিল বানরটি। আবারও বানরটিকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে দুপুর দেড়টার দিকে বন্যপ্রাণী সংরক্ষণের একটি টিম বানরটিকে উদ্ধার করেন। পাহাড়ে খাদ্যের অভাবের কারণে লোকালয়ে নেমে আসছে বনের বিভিন্ন পশুপাখি।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম কালবেলাকে জানান, বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের একটি টিম বানরটিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

ইসলামী আন্দোলন নিয়ে জামায়াত আমিরের বার্তা

সরাসরি এলপি গ্যাস আমদানিতে যাচ্ছে সরকার

ঢাকায় স্মার্ট মিটার সিস্টেম (এসডব্লিউএম) পাইলট প্রকল্পের উদ্বোধন

প্রথমবারের মতো নারী ক্রিকেট দল গঠন করেই চ্যাম্পিয়ন চবি

শেরাটনে জড়ো হচ্ছে ৬ দলের ক্রিকেটাররা, দুপুর ১টায় সংবাদ সম্মেলন

সেই পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে বিসিবি

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়

ভাতে মারার চেষ্টা করা হয়েছে: অভিষেক

১০

নির্বাচনী ব্যয় বড় আকারে বাড়ছে

১১

নাজমুল পদত্যাগ না করায় হোটেলেই ক্রিকেটাররা, প্রথম ম্যাচ নিয়ে শঙ্কা

১২

লুটপাটের সময় ২ ডাকাতকে ধরে পুলিশে দিল জনতা

১৩

রাবিতে ছুটি নিতে ১৭ দপ্তরে ধর্ণা, ভোগান্তিতে শিক্ষক-কর্মকর্তারা

১৪

ইন্ডাস্ট্রির নায়করা নিরাপত্তাহীনতায় ভোগেন: ইমরান হাশমি

১৫

রশিদদের বিদেশি লিগ খেলায় লাগাম টানছে আফগান বোর্ড

১৬

মেকআপ করলে সমস্যা, না করলেও সমস্যা!: হিমি

১৭

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ

১৮

জ্বালানি তেল নিয়ে সুখবর

১৯

শাকসু নির্বাচন  / স্মারকলিপি থেকে স্বাক্ষর প্রত্যাহার ছাত্রদলসহ দুই ভিপি প্রার্থীর

২০
X