মিনহাজ তুহিন, চট্টগ্রাম
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

চাকসুতে অর্ধেক প্রার্থীই কলা অনুষদের

প্রচারণায় ব্যস্ত চাকসু নির্বাচনের প্রার্থীরা। ছবি : কালবেলা
প্রচারণায় ব্যস্ত চাকসু নির্বাচনের প্রার্থীরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জনের প্রার্থিতা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে দেখা গেছে, প্রার্থীদের মধ্যে অধিকাংশই কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। পক্ষান্তরে, বিজ্ঞানভিত্তিক ৪টি অনুষদে ২০টি বিভাগ থাকলেও নেতৃত্বে তাদের অংশগ্রহণ কম। সেই সঙ্গে নির্বাচনে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণও লক্ষণীয় মাত্রায় কম।

সংশ্লিষ্টজনরা বলছেন, বিজ্ঞানভিত্তিক বিভাগগুলোতে সকাল থেকে বিকেল পর্যন্ত ক্লাস-পরীক্ষা ও ল্যাব ঘিরে প্রচুর চাপে থাকতে হয় শিক্ষার্থীদের। নেতৃত্বের প্রতি আগ্রহ কম থাকার পেছনে বেশ প্রভাব ফেলেছে। অন্যদিকে, নারী শিক্ষার্থীরা পারিবারিক অসহযোগিতা, সাইবার বুলিংয়ের শিকার হওয়ার আশঙ্কায় নির্বাচন থেকে দূরে থাকতে চাইছেন।

প্রার্থীদের তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ২৬টি পদের বিপরীতে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ১৬টি বিভাগ থেকে প্রার্থী হয়েছেন ২০৭ জন। অন্যদিকে, বিজ্ঞানভিত্তিক ৪টি অনুষদের ২০টি বিভাগ থেকে প্রার্থী হয়েছেন মাত্র ৪৭ জন। এ ছাড়া সমাজবিজ্ঞান অনুষদের ৯টি বিভাগ থেকে ৮১ জন, ব্যবসায় প্রশাসন অনুষদের ছয় বিভাগ থেকে ৫২ জন, আইন অনুষদ থেকে ১৪ জন ও শিক্ষা অনুষদের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ থেকে ১৪ জন শিক্ষার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নারী প্রার্থী মাত্র ৪৭ জন কেন্দ্রীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫২১ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৮৪ জন ও নারী ভোটার ১১ হাজার ৩২৯ জন। অন্যদিকে, মোট ৪১৫ জন প্রার্থীর মধ্যে নারী মাত্র ৪৭ জন, যা মোট প্রার্থীর মাত্র ১১ শতাংশ। শুধু তাই নয়, এই ৪৭ জনের মধ্যে নারীদের জন্য নির্ধারিত ছাত্র কল্যাণ ও সহছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক পদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩ জন।

এ বিষয়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রীকল্যাণ সম্পাদক পদপ্রার্থী সুমাইয়া শিকদার কালবেলাকে বলেন, ‘নারী প্রার্থী কম হওয়ার পেছনে মূল কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নারীবিদ্বেষী মানসিকতা। আমরা ভেবেছিলাম প্রশাসন শিক্ষার্থীবান্ধব হবে, কিন্তু বাস্তবে তা হয়নি।’

তিনি আরও বলেন, ‘অনেকে মনে করছেন, নির্বাচনে অংশ নিলে হেনস্তার শিকার হতে পারেন। অনলাইন থেকে শুরু করে অফলাইন— এই ভয়ে আমার পরিচিত অনেকেই প্রার্থী হওয়ার সাহস পাননি।’

কলার আধিক্য, বিজ্ঞানের কম কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ইকবাল শাহীন বলেন, কলা অনুষদে বিভাগ সংখ্যা বেশি। আর এই অনুষদের বিভাগগুলো শিল্প, সাহিত্য, ইতিহাস সংশ্লিষ্ট। এজন্য এই অনুষদের শিক্ষার্থীরা নেতৃত্বের প্রতি ঝুঁকছেন বেশি।

তবে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, ‘বিজ্ঞানের শিক্ষার্থীরা মূলত মেথডলজিক্যাল চিন্তাভাবনার। প্রতিদিনই তাদের সকাল থেকে বিকেল ৫-৬টা পর্যন্ত ক্লাস করতে হয়, এর বাইরে থাকে ব্যবহারিক (ল্যাব) ক্লাস। ফলে পড়াশোনার চাপে এদিকে আগ্রহটা কম।’

কেন্দ্রীয় সংসদ, হল ও হোস্টেল সংসদে প্রার্থিতা চূড়ান্ত কেন্দ্রীয় সংসদ, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ৯০৭ জন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বুধবার ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। এ ছাড়া মনোনয়নপত্রে ত্রুটি থাকায় আরও চারজনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে ২৭ হাজার ৫২১ জন শিক্ষার্থী প্রতি ৩০ ভোটারে একজন প্রার্থী রয়েছেন।

আনুষ্ঠানিক প্রচারণা শুরু খসড়া ব্যালট নম্বর পাওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকেই আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন প্রার্থীরা। এদিন বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় প্রচার চালান ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। সমাজবিজ্ঞান অনুষদ থেকে প্রচার শুরু করেন ছাত্রদলের প্যানেলের প্রার্থীরা। কলা অনুষদ ঝুপড়িতে থেকে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেল, শাটল ট্রেনে প্রচার চালান ‘বৈচিত্র্য-ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।

নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী গতকাল বলেন, ‘প্রার্থী তালিকায় দেওয়া ব্যালট নম্বরে (খসড়া) নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপত্তি আসেনি। তাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ব্যালট নম্বরকেও চূড়ান্ত হিসেবে গণ্য করা হয়েছে।’

‘সর্বজনীন শিক্ষার্থী ঐক্য পরিষদ’র আংশিক প্যানেল চাকসু নির্বাচনে রাজনৈতিক-অরাজনৈতিক শিক্ষার্থীদের নিয়ে ‘সর্বজনীন শিক্ষার্থী ঐক্য পরিষদ’ নামে আংশিক প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে চাকসু ভবনের সামনে ঘোষিত এই প্যানেলের সহসভাপতি (ভিপি) পদে প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাইদ মো. রেদওয়ান, সাধারণ সম্পাদক (জিএস) পদে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. আরাফাত ও যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ইতিহাস বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় ভয়াবহ হামলা

ভোট ভিক্ষা করেই পার্লামেন্টে হাজির হব : ওসমান হাদি

গার্দিওলার ১,০০০তম ম্যাচে লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানসিটি

মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত বদলালেন প্রাথমিকের শিক্ষকরা

সুপার টাইফুন ‘ফাং-ওং’র তাণ্ডব

গোসলের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু

ঢাবিতে বিভিন্ন ছাত্রসংগঠনকে ছাত্রদল নেতার বই উপহার

জাহানারার অভিযোগে যে প্রতিক্রিয়া দিলেন বিসিবি সভাপতি

শিল্প-শিক্ষা সংযোগ জোরদারে আইএসইউতে এসআইসিআইপি ক্যারিয়ার সেশন

১০

তামিম-শান্তকে দলে ভেড়ালো রাজশাহী

১১

জমির বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

১২

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ছিল বিদ্যুৎ চমকানোর মতো : টুকু

১৩

কারাগার থেকে দুই আসামি পলাতক

১৪

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটকের পর ছেড়ে দিল পুলিশ

১৫

হাসপাতালে জিলাপি বিতরণ করে অভিনব প্রতিবাদ

১৬

আবু তাহেরকে ধানের শীষে মনোনয়নের দাবিতে পথসভা

১৭

আ.লীগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক

১৮

সরকারের ভেতরে অদৃশ্য সরকার রয়েছে : রাশেদ খাঁন

১৯

হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ ১১ বছর পর আপেল আমদানি

২০
X