মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম (৩৮) ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। সোমবার (২৭ নভেম্বর) রাতে চট্টগ্রাম শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সিরাজ জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার মৃত জামশেদ আলমের পুত্র। ফরহাদ মিরসরাই পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মৃত নুরুল আবছারের পুত্র।
তাদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।
মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন জানান, সিরাজ ও ফরহাদকে সোমবার রাতে চট্টগ্রাম শহরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। বুধবার (২৮ নভেম্বর) দুপুরে দুজনকে আদালতে প্রেরণ করা হয়।
মন্তব্য করুন