লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:২১ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মেয়ের দায়ের কোপে প্রাণ গেল বাবার

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলায় মেয়ের দায়ের কোপে প্রাণ গেল পিতার। ওই ঘটনায় মেয়েকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ ডিসেম্বর) আনুমানিক সকাল ১০টায় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সরইয়ার বলির জুম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান (৫০) সরাইয়ার বিল এলাকার মৃত আলতাফ মিয়ার পুত্র। আটককৃত মেয়ের নাম হুমায়রা বেগম (২৩)। সে একই ইউনিয়নের গৌড়স্থান এলাকার আবদুস ছালামের স্ত্রী। নিহতের পরিবারে ৪ মেয়ে এবং ১ ছোট ছেলেসন্তান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসাইন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।

নিহতের ভাই বজলুর রহমান বলেন, সকালে জমিতে ধান কাটতে যাই আমি। পরে বাড়ি থেকে কল দিয়ে বলে বাড়িতে সমস্যা হয়েছে। বাড়িতে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে আমার ভাই। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় সে।

তিনি আরও বলেন, ভাইজীর তিন বছর আগে বিয়ে হয়। তার একটি মেয়েসন্তান রয়েছে। তার মানসিক সমস্যা আছে। সে কারণে বিয়ের পর বেশিদিন শ্বশুরবাড়িতে থাকতে পারেনি। স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। তাই সে মেয়ে সন্তানসহ বাপের বাড়িতে থাকত। ঘরেও বাবা-মায়ের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। সকালে গরু নিয়ে বিলে ঘাস খাওয়াতে নিয়ে যায়। বাবার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মেয়ে গলায় দা দিয়ে কুপিয়ে জখম করে।

এ ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানার ওসি মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে এসআই সত্যজিৎ ভৌমিক ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি মো. রাশেদুল ইসলাম জানান, গরুকে ভূষি খাওয়াকে কেন্দ্র করে বাবা-মেয়ের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে মেয়ে তার বাবাকে দায়ের কোপে জখম করেন। তারপরই তার মৃত্যু হয়। স্থানীয়রা এবং গ্রাম পুলিশ থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের মেঝ মেয়ে হুমায়রা তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে বলে স্বীকার করেছে। মেয়েকেও আটক করে থানায় নিয়ে আসা হয়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রামে প্রেরণ করা হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ, শতাধিক কর্মকর্তাকে হত্যা

‘হলফনামা ঠিকমতো যাচাই হলে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো’

গোল্ডেন গ্লোবসের মনোনয়ন ঘোষণা

গণভোটের ব্যাপক প্রচারণা চালাতে নানা পদক্ষেপ ইসির

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালাবে সরকার : প্রেস সচিব

৫৭ জনকে নিয়োগে দেবে বিমান বাংলাদেশ

এইচএসসি পাসেই চাকরি দিচ্ছে লাজ ফার্মা

মনোনয়ন বৈধ হওয়ার খবরে যা বলেলন মান্না

মিনিস্টার গ্রুপের কর্মকর্তার মৃত্যুতে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয় : হাইকোর্টের রুল

জোহরান মামদানির ওপর চড়াও ভারত সরকার

১০

বহিষ্কৃত ৮ নেতাকে ফেরাল বিএনপি

১১

ফসলি জমি কেটে খাল খনন

১২

ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখার জন্য যেসব খাবার খাবেন

১৩

বিএনপির এক নেতা বহিষ্কার

১৪

শান্ত-ওয়াসিমের ব্যাটে রাজশাহীর কাছে পাত্তাই পেল না রংপুর

১৫

পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা

১৬

সরকার কোনো দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না : প্রেস সচিব

১৭

বিক্ষোভে উত্তাল ইরান, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি

১৮

ভালুকা প্রেস ক্লাবের নতুন সভাপতি মাইন, সম্পাদক আলমগীর

১৯

মানসিক অবস্থা ভালো নেই, বেশকিছু ভুয়া খবর দেখলাম : তাহসান

২০
X