সাইদুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪১ এএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রাম-৫ আসন

নৌকার মাঝি সালামেই ‘একাট্টা’ তৃণমূল নেতারা

চট্টগ্রাম-৫ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ আবদুস সালাম। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম-৫ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ আবদুস সালাম। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম (এমএ সালাম) দলের মনোনয়ন পেয়েছেন। এই মনোনয়ন ঘিরে নানা আলোচনা হলেও হাটহাজারী উপজেলা ও তৃণমূলের নেতাকর্মীরা সেই নৌকার মাঝির পক্ষে একাট্টা হয়েছেন। এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা এবং দলের প্রার্থীর মনোনয়ন বহাল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও আবেদন জানিয়েছেন উপজেলা ও তৃণমূলের নেতাকর্মীরা।

জানা গেছে, জাতীয় সংসদ ২৮২ চট্টগ্রাম-৫ (হাটহাজারী, চসিক ১ নং ও ২ নং ওয়ার্ড) আসনে মোহাম্মদ আবদুস সালাম (এম. এ সালাম) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। এখানে অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি (আপিল করে বহাল মনোনয়নপত্র), কল্যাণ পার্টির নেতা মেজর জেনারেল অব. ইব্রাহীম, তৃণমূল বিএনপির (প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম) মো. নাজিম উদ্দীন, বাংলাশে সুপ্রিম পার্টির কাজী মহসীন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মোহাম্ম নাছির হায়দার করিম, বিএনএফ’র আবু মোহাম্মদ শামসুদ্দীন, বাংলাশে ইসলামী ফ্রন্টের সৈয়দ মোখতার আহমেদ, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ছৈয়দ হাফেজ আহমদ।

হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন চৌধুরী নোমান বলেন, হাটহাজারী সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আবদুস সালামের মনোনয়ন বহাল রাখতে এবং কোনো অবস্থাতেই কোনো জোট প্রার্থীকে মনোনয়ন না দেওয়ার জন্য সর্বসম্মতভাবে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির রেজুলেশন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আবেদন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।

হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম রাশেদুল আলম কালবেলাকে বলেন, হাটহাজারী উপজেলার নৌকার প্রার্থী এমএ সালামের পক্ষে উপজেলা আওয়ামী লীগসহ তৃণমূলের নেতা-কর্মীরা একাট্টা রয়েছেন। উপজেলা আওয়ামী লীগের একটি বর্ধিত সভাও হয়েছে। নৌকার প্রার্থীকে বহাল রাখতে প্রধানমন্ত্রীর কাছে আবেদনও জানিয়েছি। তবে দলের নৌকা প্রতীকে দলের প্রার্থীর পক্ষে আমরা এক ও অভিন্ন হিসেবে কাজ করবেন বলেও জানান তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুর সপরিবার নির্মম হত্যাকাণ্ডের পরবর্তীতে বিগত ৪৮ বছর ধরে নানান ষড়যন্ত্র ও ধর্মীয় অপপ্রচারের কারণে আওয়ামী লীগ দলীয় কোনো সংসদ সদস্য এই আসনে নির্বাচিত হওয়ার সুযোগ পায়নি। ২০০৮ সালে বর্তমানে নৌকা প্রতীকে মনোনয়নপ্রাপ্ত মোহাম্মদ আবদুস সালামকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছিলেন কিন্তু মহাজোটের কারণে পরে প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে তিনি (সালাম) মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন। ২০০৮ সালের পর বিগত তিন তিনটি সংসদ নির্বাচনে এই আসনে মানুষ নৌকা প্রতীকে ভোট দিতে না পেরে হতাশ হয়ে পড়েছে সর্বস্তরের দলীয় নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

১০

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

১১

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

১২

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১৩

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১৪

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১৫

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৬

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৭

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৮

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৯

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

২০
X